Friday, April 1, 2016
প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে ভবন বিধ্বস্ত
ভয়াবহ বিস্ফোরণে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার দুপুরে নগরীর মধ্যভাগের মন্টপারনেসে এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাস লিকের ফলেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের সদস্যদের মই বেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে। এদিকে বহুতল ওই ভবনের কয়েকটি তলা বিধ্বস্ত হওয়ার ছবিতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি সাততলা বহুতল ভবনের ওপরের চারতলাই বিধ্বস্ত হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে কনসার্ট হল, বার ও পানশালায় সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩০ ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ৩৬২ জন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment