Social Icons

Friday, April 1, 2016

ময়নাতদন্ত ডিএনএ রিপোর্টের অপেক্ষায় সিআইডি

কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্টের অপেক্ষায় এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যার ঘটনায় মামলা দায়েরের ১১তম দিনে বৃহস্পতিবার রাতে মামলার সব নথি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ঘটনাটি তদন্তে তৎপরতা শুরু করে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিমসহ সিআইডির বিশেষ একটি তদন্ত দল শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় তনুর লাশ উদ্ধারের স্থানটি পরিদর্শন করে। মামলার তদন্তে অগ্রগতির বিষয়ে ড. নাজমুল করিম খান বলেন, ‘মামলার যাবতীয় নথি হাতে পেয়েছি মাত্র, এখন ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট হাতে পেলে তদন্তে আরও অগ্রগতি হবে।’ তিনি বলেন, ‘মামলার রহস্য উদ্ঘাটনে আমাদের যেতে হবে বহুদূর, অগ্রগতির বিষয়ে মন্তব্য করার মতো কোনো উপাদান আপাতত আমাদের হাতে নেই।’ সূত্র জানায়, তনুর ব্যবহৃত ৪টি মোবাইল সিমের কললিস্ট, দুটি সুরতহাল রিপোর্ট, ব্যবহৃত একটি ডায়েরি এখন পর্যালোচনা করছে তদন্তকারী দল। এ ছাড়া হত্যার দু’দিন আগে তনু যেসব বন্ধুর সঙ্গে সিলেট যান এবং ভিক্টোরিয়া কলেজের যে নাট্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তদন্তে সহায়তার জন্য তাদের সঙ্গেও কথা বলবে তদন্তকারী দল। সূত্র আরও জানায়, তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে কিংবা লাশ উদ্ধারের কতক্ষণ আগে কী অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয় সেসব বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় আছেন তদন্তকারীরা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামাদা প্রাসাদ সাহা জানান, ঢাকা থেকে ভিসেরা ও অন্যান্য রিপোর্ট আসার পর দুটি ময়নাতদন্তের রিপোর্ট দেয়া হবে। তবে ডিএনএ রিপোর্ট সময়সাপেক্ষ ব্যাপার। এদিকে ঘটনাস্থলের পাশে অরক্ষিত ২২শ’ ফুট এলাকা দিয়ে পার্শ্ববর্তী বদুইর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে লোকজনের যাতায়াতের সুবিধা থাকায় ওইসব এলাকার কয়েক যুবককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে। দফায় দফায় সিআইডির কর্মকর্তাদের বৈঠক : শুক্রবার কুমিল্লার সিআইডি কার্যালয়ে ঢাকা থেকে আগত সিআইডির ক্রাইম সিনের কর্মকর্তারাসহ স্থানীয় কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। স্পর্শকাতর মামলা হওয়ায় তদন্তসংশ্লিষ্টরা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছেন আলোচনাসাপেক্ষে। বিষয়টি নিয়ে কুমিল্লার ন্যায় ঢাকার সদর দফতরেও শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে কর্মপন্থা নির্ধারণ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান। তিনি জানান, সিআইডির অতিরিক্ত আইজিপি হেমায়েত হোসেন ও বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দসহ শীর্ষ কর্মকর্তারা রোববার (আগামীকাল) ঢাকার সিআইডি সদর দফতরে আলোচনায় বসে এ মামলা নিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন। সোমবার তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। তিনি বলেন, ‘আমি আমার সব মনন ও মেধা এ মামলার পেছনে নিয়োগ করেছি। যে কোনো মূল্যে এর রহস্য উদ্ঘাটন করে জাতির কাছে তা প্রমাণ করব।’ পূবালী চত্বরে নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল : তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লার গণজাগরণ মঞ্চের উদ্যোগে নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে মহানগরীর পূবালী চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে প্রতিবাদী জনতার সঙ্গে অংশ নেয় বাসদ, কমিউনিস্ট পার্টি, মাসাস, যুব মৈত্রীসহ বেশ কয়েকটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। ১ কোটি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু : একই দাবিতে কুমিল্লার গণজাগরণ মঞ্চের উদ্যোগে আজ থেকে ১ কোটি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হবে। স্বাক্ষর সংগ্রহ শেষে জাতীয় সংসদে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেন মঞ্চের সংগঠক খায়রুল আনাম রায়হান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates