তাইওয়ান অভিযোগ করেছে, কেনিয়ার পুলিশ বন্দুক ও টিয়ার গ্যাস ব্যবহার করে ৩৭ জন তাইওয়ানীকে চীনগামী বিমানে উঠতে বাধ্য করেছে। গত সোমবারও একইভাবে ৮ জন তাইওয়ানীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে চীনে ফেরত পাঠানো হয়েছিল।
এই ঘটনার জন্য বেইজিংয়ের বিরুদ্ধে 'বিচার বহির্ভূত অপহরণের' অভিযোগ করেছে তাইপেই। তবে 'অখণ্ড চীন' নীতি মেনে চলায় কেনিয়াকে এই কাজের জন্য স্বাগত জানিয়েছে চীন। প্রতারণা ও জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে দেশ থেকে এদের বহিষ্কার করে কেনিয়া।
১৯৫০ সাল থেকে স্বশাসিত তাইওয়ানকে মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। একই সঙ্গে চীন ও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখতে বেইজিংয়ের চাপের কারণে খুব অল্প দেশই তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment