Thursday, December 29, 2016
আইএসকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট
ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি ওয়াইপিজি এবং পিওয়াইডিসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি দাবি করেন, এ ব্যাপারে তার কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া ইস্যুতে ইরান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে তার দেশ। তিনি ২৮ ডিসেম্বর বুধবার এ কথা বলেন। এএফপি, ইন্টারফ্যাক্স।
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আইএসকে সমর্থন দেওয়ার ব্যাপারে তারা (যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট) আমাদের দোষারোপ করেছে। এখন তারা আইএস, ওয়াইপিজি, পিওয়াইডিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। আমাদের কাছে ছবি ও ভিডিও ফুটেজসহ অকাট্য তথ্য-প্রমাণ রয়েছে-বলেন এরদোগান। তবে, তুর্কি প্রেসিডেন্টের এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। চলতি বছরের আগস্টে সিরিয়ায় অভিযান শুরু করার পর এ পর্যন্ত ৩৭ তুর্কি সেনা নিহত হয়েছেন।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়া প্রসঙ্গে আঙ্কারা, তেহরান এবং অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে আরও বেশি সহযোগিতা গড়ে তুলতে মস্কো সব সময় প্রস্তুত রয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার ফল হিসেবে সম্প্রতি সিরিয়ার আলেপ্পো নগরী পুনরুদ্ধার হয়েছে এবং বহু মানুষ প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত ২২ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী পুরোপুরি জঙ্গিমুক্ত হয়েছে। ২০১২ সালের পর এই প্রথম গোটা আলেপ্পো নগরীর ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। সিরিয়ায় তত্পর জঙ্গিদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ আরও কিছু আঞ্চলিক দেশের সমর্থন থাকা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনী এ সাফল্য অর্জন করেছে।
এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বার্ষিক ভাষণে বলেন, ইরান ও তুরস্কের সহযোগিতা এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সদিচ্ছা ছাড়া আলেপ্পো পুনরুদ্ধার সম্ভব ছিল না। শিগগিরই কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ভ্লাদিমির পুতিন।
প্রসঙ্গত, রোববার সিরিয়া সমস্যা নিয়ে কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। রাশিয়া সফররত কিরগিজ প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভও ওই ফোনালাপে অংশ নেন বলে ক্রেমলিনের দেওয়া বিবৃতিতে জানানো হয়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment