রাশিয়ার রাজধানী মস্কোতে তিনটি রেল স্টেশন উড়িয়ে দেয়ার হুমকির মুখে ৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। মস্কো স্কয়ারের পাশে অবস্থিত ওই ৩ স্টেশনে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
লেনিনগ্রাডস্কি, কাজানস্কি এবং ইয়ারোস্লাভস্কি রেল স্টেশনে বোমা হামলার হুমকি পাওয়ার পর কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোনে ওই হুমকি দেয়ার পর এরই মধ্যে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এখন ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এমন এক সময় রেল স্টেশনে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে; যার একদিন আগে দেশটির টিইউ-১৫৪ এর একটি বিমান ৯২ আরোহীসহ কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় সব আরোহীর প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, সন্ত্রাসী হামলায়ও বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
সিএনএন।
No comments:
Post a Comment