যুুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে একটি ক্লাব বলে আখ্যায়িত করে বলেন সেখানে মানুষ আড্ডা দিতে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত টুইটের জন্য ট্রাম্প অনেক সমালোচিত হয়েছেন। তবে এবার তিনি সরাসরি জাতিসংঘকে আক্রমণ করে বসেছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, "জাতিসংঘের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে তবে এটি এখন ভদ্রলোকদের পুর্নমিলনীর একটি ক্লাব। তারা সেখানে আড্ডা দেন এবং ভাল সময় কাটান। খুবই দুঃখের বিষয়।"
ট্রাম্প জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধের প্রস্তাব পাস প্রসঙ্গে সেখানে উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্র ঐ প্রস্তাবে কোন ভেটো প্রদান করেনি ফলে প্রস্তাবটি ১৪-০ ভোটে পাস হয়। তবে ট্রাম্প এ প্রসঙ্গে সমালোচনা করে এক টুইট বার্তায় বলেন ২০ জানুয়ারির পর পরিস্থিতি বদলে যেতে পারে।
সূত্র: ইন্ডিপেনডেন্ট
Thursday, December 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment