উড্ডয়নের পর রাডার থেকে 'অদৃশ্য' হয়ে যাওয়া রাশিয়ার সামরিক বিমান টিইউ-১৫৪ বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরে বিমানটির সন্ধান পেয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে স্থানীয় সময় রোববার ভোরে কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহর থেকে ৯১ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রুশ সামরিক বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার আরটিএ এবং স্পুটনিক নিউজ বলেছে, বিমানটিতে ৮৩ জন আরোহী ও ৮ জন ক্রু ছিলেন।
বিবিসির খবরে বলা হয়, অসমর্থিত একটি সূত্র বলছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাওয়ার সময় রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়।
আরটিএ'র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে উড্ডয়নের মিনিট বিশেক পর ৫টা ৪০ মিনিটে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
দ্য ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, বিমানের এই ফ্লাইটে কোনো সাধারণ মানুষ ছিল না।
No comments:
Post a Comment