Social Icons

Wednesday, December 21, 2016

পুতিনের ১০ অজানা!


আলোচনার শীর্ষে থাকা রাজনীতিবিদদের একজন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানেও আলোচনায় পুতিন! অভিযোগ ওঠেছে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার পেছনে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়া অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছে। 
আলোচিত ওই রাজনীতিবিদকে নিয়ে অনেক কথা প্রচলিত। তবে তারপরও অনেক কিছু অজানা আছে তাঁকে নিয়ে। বিজনেস ইনসাইডার এমনই ১০টি তথ্য দিয়েছে।
 মার্শাল আর্টে পটু
মার্শাল আর্টে দারুণ দক্ষ পুতিন। মার্শাল আর্টের দুটি ধরনে তিনি দক্ষ। সাম্বো ও জুডোতে পুতিন যথেষ্ট দক্ষ। 
পুতিন অ্যাপল ওয়াচ
সোনায় মোড়ানো অ্যাপল ওয়াচ (হাতঘড়ি) বাজারে এনেছে ইতালিয়ান প্রতিষ্ঠান কেভিয়ার পেরনা পান্না। রাশিয়ানদের জন্যই তা নির্মাণ করা হয়েছে। রাশিয়ার প্রতীক ব্যবহার করা ওই অ্যাপল ওয়াচটি পুতিনের নামেই করা। 
শরীর সচেতন পুতিন
স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন পুতিন। ফিট থাকতে নিয়মিত জিমে ব্যায়াম করেন তিনি। শুধু তাই নয়, সাঁতার কাটা, ঘোড়ায় চড়া, মাছ ধরা, শিকার করা এমনকি স্কুবা ডাইভিং (পানির নিচে সাঁতার কাটা) করেন নিয়মিত। 
২০০ ফুট পানির নিচে!
ডুবোজাহাজে করে ফিনল্যান্ড উপসাগরের ২০০ ফুট গভীরে নেমেছিলেন পুতিন। ২০১৩ সালে তিনি এ কাজ করেন। সেখানে নেমে একটি ভাঙা জাহাজ পরিদর্শন করেন তিনি। জাহাজটি ১৪০ বছর আগে ডুবে যায়।  

কেবলই গোয়েন্দা সমগ্র!
পুতিন বই পড়েন। তবে বেশি পড়েন গোয়েন্দা উপন্যাস! গোয়েন্দা উপন্যাসে তিনি খুব মজা পান। একজন ব্যক্তি কী করে সব অর্জন করে বিষয়টি তাঁকে মুগ্ধ করে। 
পাখির রাস্তা দেখতে!
ওয়াইল্ড লাইফ বা বন্য পশুপাখির জীবন নিয়ে খুব আগ্রহ পুতিনের। সাইবেরিয়ার পাখিরা দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে। পুতিনের শখ হলো পাখিদের সঙ্গে উড়ে ওই পথটা দেখবেন! যেই ভাবা সেই কাজ ইয়ামালো-নেনেটস নামের এলাকা থেকে হ্যাঙ্গ গ্লাইডার নামে অযান্ত্রিক বিমানে করে উড়াল দিলেন। পাখির মতো উড়লেন সাইবেরীয় পাখিদের সঙ্গে। 
শুধু রাশিয়ান ভাষা?
পুতিন নিজের ভাষা ছাড়া আরো একটি ভাষা বেশ ভালো জানেন। ওই ভাষায় অনর্গল কথা বলতে পারেন। ভাষাটি হিটলারের দেশের! অর্থাৎ জার্মান ভাষা। 
ভাগাভাগির ফ্ল্যাট
লেনিনগ্রাদে শৈশব কেটেছে পুতিনের। শহরটির বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। অন্য পরিবারদের সঙ্গে ফ্ল্যাট ভাগাভাগি করে থাকতে হয়েছে পুতিনের পরিবারের। 
পানির নিচে ভ্রমণ
পানির নিচে ঘুরে আসাটা পছন্দ করেন পুতিন। ছোট ডুবোজাহাজে করে পানির নিচে নেমে ঘুরে আসেন তিনি। 
কেজিবির পুতিন
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন পুতিন। আশির দশকটা তিনি কেজিবির গোয়েন্দা হয়ে পাশ্চাত্যে কাজ করেছেন!

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates