তার তারকাখ্যাতি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অনবদ্য কিছু গোল করেছেন।
বেশ কিছু ভালো মৌসুম কাটিয়েছেন। তবুও ব্যালন ভাগ্যে জোটেনি ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমারের। অন্য সবার মত তিনিও ব্যালন ডি'অর জেতার স্বপ্ন দেখেন। তবে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার পাওয়ার জন্যে বাড়তি চাপ নিতে রাজি নন বার্সেলোনা তারকা।
বর্ষসেরা হওয়া প্রসঙ্গে নেইমার বলেন, "বার্সেলোনাতে আমি খুব আনন্দে আছি। অবশ্যই ব্যালন ডি'অর জয় আমার লক্ষ্য, কিন্তু এর জন্যে আমি নিজেকে খুন করব না। "
২০১৫ সালের বর্ষসেরার দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন নেইমার। আর এবারের ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে হয়েছেন পঞ্চম।
মেসি ও গ্রিজমানকে পিছনে ফেলে এবার জেতেন রোনালদো। চতুর্থ হন লুই সুয়ারেজ। তবে তাতে মোটেও হতাশ নন রিও জি জেনেইরো অলিম্পিকে ব্রাজিলকে সোনা জেতানো ২৪ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, "আমি সুখী হতে চাই এবং বার্সেলোনায় আমি সুখে আছি। ব্যালন ডি'অর না জিতলে এটা কোনোও সমস্যা নয়। "
No comments:
Post a Comment