Thursday, December 29, 2016
ইসরায়েলকে কেরির সতর্কবাণী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অবশেষে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন প্রসঙ্গে মুখ খুললেন। বুধবার (২৮ ডিসেম্বর) এক বক্তৃতায় কেরি ইসরায়েলকে সতর্ক করে বলেন ফিলিস্তিনে তাদের এই অবৈধ বসতি স্থাপন দেশটির গনতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বসতি স্থাপন বন্ধ প্রসঙ্গে ভোটগ্রহণ করা হলে যুক্তরাষ্ট্র তাতে ভোট দেয়া থেকে বিরত থাকে। এ প্রসঙ্গে কেরি বলেন, "অধিকৃত ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের জন্য নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব গৃহীত হয়েছে, যুক্তরাষ্ট্র তাতে বাধা দেয়নি। আমাদের লক্ষ্য ছিল ইসরায়েল যাতে প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও নিরাপদে টিকে থাকতে পারে তা নিশ্চিত করা।"
প্রেসিডেন্ট বারাক ওবামা তার ক্ষমতা ছাড়ার পূর্বে কেরি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর এই দখলদারী মনোভাবকে তিরস্কার করে বলেন তাদের এই বসতি স্থাপন ইসরায়েলের ভবিষ্যত নির্ধারন করবে। তারা যদি বসতি স্থাপন অব্যাহত রাখে তাহলে তাদের যেকোন একটি পথ বেছে নিতে হবে। হয় তারা গনতন্ত্রকে বেছে নিবে নয়তো তারা ইহুদিরাষ্ট্র হিসেবে থাকবে।
অপরদিকে ক্ষমতা গ্রহণের অপেক্ষায় থাকা নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইসরায়েলকে শক্ত থাকতে বলেছেন। আর্ন্তজাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এই বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের ঐ প্রস্তাবে ভেটো প্রদান না করায় ক্ষুব্ধ ইসরায়েল ওবামা প্রশাসনের ব্যাপক সমালোচনা করে।
সূত্র: এএফপি, আল-জাজিরা
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment