ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহরের একটি রিও দি জেনেরিও
**********************************************************************************************
উপমহাদেশের লোকদের সামনে ব্রাজিলের নাম আসলেই ভেসে ওঠে বর্ণিল কার্নিভালের ছবি। ড্রাম-বাঁশির সুরে লাখো লাখো স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যবাহী খোলামেলা পোশাক পড়ে সেই উৎসবে অংশ নেয়া। চোখ ধাঁধানো সেই শোভাযাত্রা। থাকে নাচে গানে ভরপুর জলসা।সেখানে বয়সের ফ্রেম থেকে বেরিয়ে ব্রাজিলিয়ানরা মুক্তির গান গায়। সাগর পাড়ের এই শহর বিখ্যাত রোদে পোড়া তামাটে চেহারার বিকিনি সুন্দরিদের জন্য। আক্ষরিক অর্থেই তা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে রিও ডি জেনিরোতে যেতে হবে। ব্রাজিলের সাবেক রাজধানী এটি। এই শহরেই ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রেগুলোর অন্যতম কোরকোভাদো ও সুগারলভ পর্বত অবস্থিত। আছে সোনা রাঙা বিচও।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment