আগামী ২০১৭ অর্থবছরের জন্য সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিক ও তাদের নিয়োগদাতাদের ওপর মাসিক ফি বাড়িয়ে নতুন বাজেট ঘোষণা করেছে সৌদি সরকার। খবর আরব নিউজের।
২০২০ সাল পর্যন্ত এই ফি দিতে হবে এবং প্রতিবছর ফি বাড়ানো হবে। আগামী চার বছরে ফি বেড়ে ৮০০ সৌদি রিয়ালে দাঁড়াবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার টাকা। গত বৃহস্পতিবার দেশটির ঘোষিত বাজেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সৌদি আরবে বর্তমানে কোনো কোম্পানিতে বিদেশিদের সংখ্যা স্থানীয়দের চেয়ে বেশি হলে ওই কোম্পানিকে লেভি (এক ধরনের কর) দিতে হয়। বিদেশি শ্রমিকপ্রতি এই লেভির পরিমাণ ২০০ সৌদি রিয়াল। নতুন বাজেটে এর পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে। যেসব কোম্পানিতে স্থানীয়দের চেয়ে বিদেশি কম তাদের ক্ষেত্রে বর্তমানে ফি মওকুফের বিধান ছিল। কিন্তু নতুন বাজেটে আর সে সুযোগ থাকছে না। বিদেশি কম হলেও তাদের ওপর (জনপ্রতি) লেভি আরোপ করা হবে। তবে সে ক্ষেত্রে কোম্পানিগুলো কিছু ছাড় পাবে।
সৌদি অর্থমন্ত্রী মোহাম্মাদ আল জাদান জানান, বিদেশিদের ওপর আরোপ করা এসব ফির আওতামুক্ত থাকবেন গৃহকাজে নিযুক্ত কর্মীরা। যেমন ড্রাইভার ও পরিচ্ছন্নতাকর্মী। তবে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করেন তাদের ফি দিতে হবে। বর্তমানে কোনো সৌদি বা বিদেশিকে আয়কর দিতে হয় না।
তিনি আরও জানান, দুভাবে এই ফি আরোপ করা হবে। একটি হচ্ছে সৌদিতে বসবাসরত বিদেশিদের পরিবারের সদস্যদের ওপর ভিত্তি করে। অন্যটি ইতোপূর্বে আরোপিত লেভি, যা কোম্পানিগুলো পরিশোধ করে। ২০২০ সাল পর্যন্ত এ দুই ধরনের ফি বাড়ানো হবে।
এদিকে সৌদিতে প্রবেশের ফিও বর্তমানের চেয়ে কয়েক গুণ বাড়ানো হয়েছে নতুন বাজেটে। ঘাটতি কমিয়ে ৫ হাজার ৩০০ কোটি ডলার করা হয়েছে। বাজেট বক্তব্যে জানানো হয়, নতুন বছরের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ হাজার ৭০০ কোটি ডলার। এর বিপরীতে দেশটির বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ১৮ হাজার ৪০০ কোটি ডলার।
Sunday, December 25, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment