লিভারপুলের জার্সিতে আলো ছড়ানো ফিলিপে কৌতিনিয়োকে দলে টানতে বার্সেলোনা আগ্রহী বলে জানিয়েছেন ক্লাবটির সাবেক তারকা ফুটবলার রোনালদিনিয়ো।
২০১৩ সালে ইন্টার মিলান ছেড়ে লিভারপুলে যোগ দেওয়া কৌতিনিয়োর ওপর বার্সেলোনা বরাবরই নজর রাখছিল। এবার তার কাম্প নউয়ে আসার গুঞ্জন নতুন মাত্রা পেল তারই স্বদেশি ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিয়োর কথায়।
“এই মৌসুমে ইউরোপের লিগে চোখে লাগার মতো অন্যতম একজন ফুটবলার সে এবং আমি জানি, তার প্রতি বার্সেলোনার অনেক শ্রদ্ধা রয়েছে।”
“লিভারপুল কৌতিনিয়োকে রাখতে চাইবে; তাকে ঘিরে তারা দল গড়েছে। কিন্তু যখন আপনি ওই পর্যায়ে খেলবেন, তখন সবসময় আপনাকে নিয়ে আগ্রহ থাকবেই।”
গত নভেম্বর থেকে গোঁড়ালির চোটের কারণে দলের বাইরে থাকা কৌতিনিয়োর সঙ্গে লিভারপুলের চুক্তি রয়েছে ২০২০ সাল পর্যন্ত। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদিনিয়োর আশা, চোট কাটিয়ে ফেরার পর আগের ছন্দ মাঠে মেলে ধরবেন এই তারকা মিডফিল্ডার।
“এই মৌসুমে ইউরোপের লিগে চোখে লাগার মতো অন্যতম একজন ফুটবলার সে এবং আমি জানি, তার প্রতি বার্সেলোনার অনেক শ্রদ্ধা রয়েছে।”
“লিভারপুল কৌতিনিয়োকে রাখতে চাইবে; তাকে ঘিরে তারা দল গড়েছে। কিন্তু যখন আপনি ওই পর্যায়ে খেলবেন, তখন সবসময় আপনাকে নিয়ে আগ্রহ থাকবেই।”
গত নভেম্বর থেকে গোঁড়ালির চোটের কারণে দলের বাইরে থাকা কৌতিনিয়োর সঙ্গে লিভারপুলের চুক্তি রয়েছে ২০২০ সাল পর্যন্ত। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদিনিয়োর আশা, চোট কাটিয়ে ফেরার পর আগের ছন্দ মাঠে মেলে ধরবেন এই তারকা মিডফিল্ডার।
No comments:
Post a Comment