সংবাদ প্রকাশে বাধা দান ও আইন বহির্ভূতভাবে বাজেট পাস করার অভিযোগে শুক্রবার রাতে পোল্যান্ডের পার্লামেন্ট ভবন ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এর ফলে দেশটির বাজেটের ওপর ভোট পিছিয়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টের খবর সংগ্রহে অল্প কয়েকজন সাংবাদিককে অনুমতি দেওয়ার পরিকল্পনা করে পোলিশ সরকার। কিন্তু ‘সিভিক প্লাটফর্ম’ দলের পার্লামেন্ট সদস্য মাইকেল স্কেজারবা এর বিরোধিতা করেন। বিরোধী দলীয় ওই সংসদ সদস্যের প্রতিবাদের সমর্থনে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন অবরোধ করে রাখে। বিরোধী দলীয় আরেকজন সংসদ সদস্য জারজি মেইসোতোভিখ স্থানীয় টেলিভিশনে বলেন, পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে সরকারি যানবাহন চলাচলের সুযোগ করে দেয়। পরে এক টুইট বার্তায় স্কেজারবা লেখেন, ‘পার্লামেন্ট ভবনে এই প্রথমবার পুলিশ দেখলাম।’
বিক্ষোভকারীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে পরবর্তী বছরের বাজেট পাস করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বাদ দিয়ে পার্লামেন্টের ছোট্ট একটি হলরুমে ভোট স্থানান্তরের মাধ্যমে বাজেটটি পাস করা হয়। ১৯৮৯ সালে দেশটিতে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার পর এবারই প্রথম সংসদের মূল চেম্বারে না হয়ে অন্যত্র এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো। তবে সরকারি দলের দাবি, নিয়মসম্মতভাবে বাজেট পাস করার জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য সেখানে ভোট দিতে উপস্থিত ছিলেন। এদিকে ডানপন্থি ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা জোরোস্লো কাজিয়ানস্কি এই বিক্ষোভকে ‘গুণ্ডাগিরি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা নিজেদের সন্ত্রাসে পরিণত হতে দেব না।’ স্থানীয় সময় রাত তিনটার দিকে কাজিয়ানস্কি ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ নেতা ও প্রধানমন্ত্রী বিয়াটা জাইডলোকে নিয়ে সংসদ ভবন থেকে বের হয়ে যান।
No comments:
Post a Comment