ভেনিজুয়েলার স্থানীয় ১০০ টাকার নোট বাতিলে সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি থেকে এই নোট চিরতর অকার্যকর বলে ঘোষণা দেয়া হবে।
দেশটির অর্থনৈতিক লেনদেনে তীব্র জটিলতা সৃষ্টির পর প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন।
এর আগে চোরাকারবারদের লেনদেন বন্ধ ও তাদের ধ্বংসের জন্য ১০০ টাকা মানের ভেনিজুয়েলার ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এর ফলে দেশটিতে তীব্র তারল্য সংকটের সৃষ্টি হয়। শুধু তাই নয়, তীব্র খাদ্য সংকটের কারণে এক পর্যায়ে স্থানীয়রা লুটপাট শুরু করে। কেননা ক্রেডিট কার্ড ছাড়া খাবার বা প্রয়োজনীয় দ্রব্য কেনার বিকল্প কোন পথ ছিল না। কিন্তু দেশটিতে এখনো এই সেবা সবার হাতে পৌঁছায়নি। ফলে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় দেশ জুরে।
এদিকে ১০০ টাকার নোট বদলে ৫০০ টাকার নোট দেয়ার কথা ছিল। কিন্তু দেশটির প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দোষ চাপিয়ে বলেন, তাদের জন্যই নতুন ব্যাংক নোট এখনও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিবিসি।
No comments:
Post a Comment