ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি নির্মাণ কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়ে করা মিসরের একটি খসড়া প্রস্তাব বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে।
মিসর বুধবার রাতে এ খসড়া প্রস্তাব উত্থাপন করে।বৃহস্পতিবার বিকেল তিনটায় এ ব্যাপারে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
২০১১ সালে একই ধরণের প্রস্তবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ভেটো পাওয়ার প্রয়োগ করে তা বাতিল করে দেয়। ফলে এখন আবার এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
এক্ষেত্রে জাতিসংঘ বরাবরই বলে আসছে যে, ইসরাইলের এ ধরনের বসতি নির্মাণ অবৈধ এবং তারা এ ধরনের কার্যক্রম বন্ধে বারবার ইসরাইলের প্রতি আহবান জানিয়ে আসছে। গত কয়েক মাস ধরে সেখানে বসতি নির্মাণের কাজ আরো জোরদার করা হয়েছে বলেও জাতিসংঘ কর্মকর্তারা জানান।
মিসরের এ খসড়া প্রস্তাবে ইসরাইলের বসতি নির্মাণ কাজ দ্রুত বন্ধের দাবি জানানো হয়।
No comments:
Post a Comment