Social Icons

Wednesday, December 28, 2016

পূর্ব জেরুজালেমে ৫০০ ইহুদি বসতি স্থাপন পিছিয়ে দিল ইসরাইল


দখল করা পূর্ব জেরুজালেমে ৫০০ ইহুদি বসতি নির্মাণ সংক্রান্ত ভোট পিছিয়ে দিয়েছে একটি ইসরাইলি কমিটি। ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির একটি বক্তব্যের আগে এই সিদ্ধান্ত আসলো।
 
 
দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের অনুরোধে সেটি পিছিয়ে দেয়া হয়েছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন বন্ধে একটি প্রস্তাব গ্রহণ করে। যুক্তরাষ্ট্র সাধারণত এই সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিয়ে বাতিল করে দেয়, তবে এবার তারা ভোট প্রদান করা থেকে বিরত থাকে। 
 
এই কারণে হোয়াইট হাউজের উপর চরম ক্ষিপ্ত হন নেতানিয়াহু এবং বলেন, হোয়াইট হাউজ এই প্রস্তাব পাশ করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরাইলের অভিযোগ অসত্য উল্লেখ করে আশা করেন, এই প্রস্তাব ইসরাইলের জন্য ‘জেগে ওঠার ডাক’।
 
১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরাইল দখল করে নেয়ার পর থেকে ১৪০টি বসতিতে ৫ লাখ ইহুদি বাস করছে। এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি তবে ইসরাইল সেটি মানতে রাজি নয়। শুক্রবার নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবে বলা হয়, ইসরাইলের বসতি স্থাপনের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি আন্তর্জাতিক আইনের নিদারুণ লঙ্ঘন। এই বসতি স্থাপন দুই রাষ্ট্র সমাধান, ন্যায় ও প্রকৃত শান্তির পথে বাধা।
 
ইসরাইল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। নেতানিয়াহুর রাগের কারণ, পূর্ব জেরুজালেমকে তারা ইসরাইল রাষ্ট্রের রাজধানী হিসেবে পরিগণিত করে। কিন্তু ফিলিস্তিনিরাও এটিকে নিজেদের রাজধানী মনে করে। ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রসহ  নিরাপত্তা পরিষদের ১৪টি রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। নিউজিল্যান্ড ও সেনেগালের রাষ্ট্রদূতকে দ্বিতীয়বারও ডাকা হয়, সেনেগালকে দেয়া সাহায্য কমিয়ে দেয়া হয়। এছাড়া ইউক্রেনের প্রধানমন্ত্রীর ইসরাইল সফরও বাতিল করে দেয়া হয়। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates