ব্রিটেনে জঙ্গিবাদ রোধে প্রধানত মুসলিম কিশোর-তরুণদের ওপর নজরদারির এক বিতর্কিত ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করেছেন দেশটির সিনিয়র এক পুলিশ কর্মকর্তা। ব্রিটেনের লেস্টারশয়ার পুলিশ প্রধান কনস্টেবল সাইমন কোল বলেছেন, প্রিভেন্ট কর্মসূচিকে 'গোয়েন্দাগিরি' তকমা দিয়ে অনর্থক বিতর্কিত করা হচ্ছে। তিনি বলেন, জঙ্গিবাদ রুখতে দারুণভাবে কাজে লাগছে এই কর্মসূচি।
প্রিভেন্ট কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, খেলার মাঠে কিশোর, তরুণ ও যুবকদের ওপর নজরদারি করা হচ্ছে। তাদের আচরণে সন্দেহজনক কিছু দেখলে তা পুলিশকে এবং অভিভাবকদের জানানো হচ্ছে। অনেক রাজনীতিক, শিক্ষক এবং মুসলমানদের প্রধান একটি সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এই কর্মসূচির প্রতিবাদ করছে। তাদের বক্তব্য, এতে মুসলিম সম্প্রদায়কে মনস্তাত্বিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে যা জঙ্গিবাদ দমনের লড়াইতে উল্টো ফল বয়ে আনবে।
কিন্তু সাইমন কোল বলেন, প্রিভেন্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ‘আমরা চেষ্টা করছি, তরুণদের মনোভাব বদলাতে, তাদের সামনে সুযোগ তুলে ধরছি যাতে তারা বিপজ্জনক সিদ্ধান্ত থেকে সরে আসে।’
প্রিভেন্ট কর্মসূচির আওতায় গত এক বছরে ৭ হাজার ৫০০ কিশোর- তরুণ-যুবককে 'রেফার' করা হয়েছে অর্থাৎ কট্টর মনোভাব ধারণ করার সন্দেহে তাদের সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশের হিসাবে তাদের ১০ শতাংশ জঙ্গিবাদে জড়ানোর বড় ধরনের ঝুঁকিতে ছিল। কর্মকর্তারা দাবি করছেন, প্রিভেন্ট কর্মসূচির কারণে সিরিয়ায় এবং ইরাকে গিয়ে আইএসের পক্ষে যুদ্ধ করার জন্য অন্তত দেড়শটি উদ্যোগ ঠেকানো সম্ভব হয়েছে। বিবিসি।
No comments:
Post a Comment