ভারত অর্থনীতির মানদণ্ডে ব্রিটেনকে টপকে গেছে বলে দাবি করেছে 'ফোর্বস' ম্যাগাজিন।
পরিসংখ্যানের ওপর ভিত্তি করে 'ফোর্বস' ম্যাগাজিনে প্রকাশিত এক অর্থনৈতিক প্রতিবেদনে এমন দাবি করা হয়। খবর আনন্দবাজার'র।
'ফোর্বস' জানিয়েছে, দুটি কারণ অর্থনীতিতে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে ভারত। প্রথমত, গত ২৫ বছরে অপ্রত্যাশিত গতিতে এগিয়েছে ভারতীয় অর্থনীতি। দ্বিতীয়ত, 'ব্রেক্সিট' গণভোটের পর অস্থিরতায় উত্তরোত্তর পিছিয়ে পড়েছে ব্রিটেনের অর্থনীতি।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেভাবে গত ২৫ বছরে দ্রুততার সঙ্গে এগিয়েছে ভারতীয় অর্থনীতি, এতে ব্রিটেনের জিডিপি'র হারকে দেশটি পেছনে ফেলে দেবে এটা প্রত্যাশিতই ছিল।
তবে বিশেষজ্ঞদের ধারণা ছিল, এটা ২০২০ সাল বা তার সামান্য কিছু পরে হতো। কিন্তু ৪/৫ বছর আগেই সেটা হওয়ার কারণ 'ব্রেক্সিট' গণভোটের ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দাম ২০ শতাংশ কমে যাওয়া।
'ফোর্বসে'র প্রতিবেদনে বলা হয়, ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির হার বছরে ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ শতাংশ। আর ব্রিটেনের প্রবৃদ্ধি কমতে কমতে বছরে ১ থেকে ২ শতাংশের মধ্যেই আটকে গেছে। এভাবে থমকে থাকবে ২০২০ সাল বা তার কিছু সময় পর পর্যন্ত।
এমন খবরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু টুইটে লিখেছেন, 'ব্রিটেনকে টপকে গিয়ে আমেরিকা, চীন, জাপান ও জার্মানির পর ভারতীয় অর্থনীতিই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠল। ভারতের কাঁধে জনসংখ্যার বোঝাটা ভারী হলেও, এটা নিংসন্দেহেই ভারতীয় অর্থনীতির উল্লম্ফন।'
'ফোর্বস' জানিয়েছে, দুটি কারণ অর্থনীতিতে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে ভারত। প্রথমত, গত ২৫ বছরে অপ্রত্যাশিত গতিতে এগিয়েছে ভারতীয় অর্থনীতি। দ্বিতীয়ত, 'ব্রেক্সিট' গণভোটের পর অস্থিরতায় উত্তরোত্তর পিছিয়ে পড়েছে ব্রিটেনের অর্থনীতি।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেভাবে গত ২৫ বছরে দ্রুততার সঙ্গে এগিয়েছে ভারতীয় অর্থনীতি, এতে ব্রিটেনের জিডিপি'র হারকে দেশটি পেছনে ফেলে দেবে এটা প্রত্যাশিতই ছিল।
তবে বিশেষজ্ঞদের ধারণা ছিল, এটা ২০২০ সাল বা তার সামান্য কিছু পরে হতো। কিন্তু ৪/৫ বছর আগেই সেটা হওয়ার কারণ 'ব্রেক্সিট' গণভোটের ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দাম ২০ শতাংশ কমে যাওয়া।
'ফোর্বসে'র প্রতিবেদনে বলা হয়, ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির হার বছরে ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ শতাংশ। আর ব্রিটেনের প্রবৃদ্ধি কমতে কমতে বছরে ১ থেকে ২ শতাংশের মধ্যেই আটকে গেছে। এভাবে থমকে থাকবে ২০২০ সাল বা তার কিছু সময় পর পর্যন্ত।
এমন খবরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু টুইটে লিখেছেন, 'ব্রিটেনকে টপকে গিয়ে আমেরিকা, চীন, জাপান ও জার্মানির পর ভারতীয় অর্থনীতিই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠল। ভারতের কাঁধে জনসংখ্যার বোঝাটা ভারী হলেও, এটা নিংসন্দেহেই ভারতীয় অর্থনীতির উল্লম্ফন।'
No comments:
Post a Comment