সিরিয়ার আল বাব শহরে পলায়নরত মানুষের উপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে এই খবর।
বিবৃতিতে বলা হয়, সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহর থেকে পলায়নরত জনগণের উপর হামলা করে। এই হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরো বহুসংখ্যক মানুষ।
আইএস ও কুর্দি বাহিনী দমনে তুরস্ক পরিচালিত অভিযান ‘ইউফ্রেটিস শিল্ড’ এর জন্য কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ আল বাব শহর। তুরস্ক আরো জানিয়েছে, রবিবার ১৪০ টি আইএস লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয়েছে এবং সোমবার চালিয়েছে ১১৩টি। এসব হামলায় ১২ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
রয়টার্স।
No comments:
Post a Comment