ফেসবুকে মৃত মানুষের সংখ্যা তিন কোটি ছাড়িয়ে গেছে। প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হচ্ছে। ফলে ওই আইডি ডিঅ্যাকটিভ হয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে ডিঅ্যাকটিভ হয়ে যাওয়া আইডিগুলোর মধ্যে তিন কোটি মানুষ মারা গেছে বলে ধারণা করছে ফেসবুক। খবর বিবিসি’র।
মৃতদের সাথে ফেসবুক ব্যবহারের সর্ম্পক নিয়ে বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়, নানা কারণে প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীরা মারা যাচ্ছেন। তবে আশঙ্কার ব্যপার হচ্ছে মৃত ব্যক্তিদের ফেসবুক মাঝে মাঝে সচল হয়ে ওঠে। এ ব্যাপারে মৃত ব্যক্তির ফেসবুক বন্ধুদের অনেকেই কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় বন্ধুদের কাছ থেকে মৃত ব্যক্তির বিষয়ে আট হাজার রিপোর্ট আসে। তবে ফেসবুক যাচাই শেষে আইডি বন্ধ না করে পরিচালনা বন্ধ করে দেন। তবে ওই সব ফেসবুক ওয়ালে বন্ধুদের শুভেচ্ছা জানানোর অপশন চালু থাকে। ফেসবুকের শুরু থেকে এ পর্যন্ত তিন কোটিরও বেশি অ্যাকাউন্ট পরিচালনা বন্ধ করা হয়েছে।
Sunday, December 25, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment