রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। সোমবার তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন বলে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।
পদত্যাগের জন্য তিনি অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর হাতে গোনা কয়েকদিন সংসদে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরে অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই জিজ্ঞাসাবাদ করার পর কার্যত আর সংসদমুখো হননি তিনি।
দফায় দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন। তাছাড়া অসুস্থও হয়ে পড়েন। এ বার পাকাপাকি ভাবে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মিঠুন।
শোনা যাচ্ছিলো এই সপ্তাহের শেষের দিকে সংসদে গিয়ে ইস্তফাপত্র দিতে পারেন তিনি। তবে সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করলেন।
তৃণমূল সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের এপ্রিলে। মিঠুনের জায়গায় কাকে পাঠাবেন তা এখনও মমতা ভাবেনি তৃণমূল।
আনন্দবাজার
No comments:
Post a Comment