ইংরেজি বর্ষকে বরণের রাতে ভারতে আসা বিদেশি পর্যটকদের ওপরে হামলা চালাতে পারে জঙ্গিরা। দেশটির অধিকাংশ মল, বাজার, নাইট ক্লাব, সমুদ্র সৈকতকে ওই হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে হামলাকারীরা। এই সতর্কবাণী জানিয়েছে ইসরাইলের 'কাউন্টার টেররিজম ব্যুরো'।
ইসরাইল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে ভারতের নাইটক্লাব, মল ও সমুদ্র সৈকতে হামলার আশংকা রয়েছে। সেজন্য ওইসব এলাকা, বিশেষ করে, দক্ষিণ ও পশ্চিম ভারতের পর্যটনকেন্দ্রগুলোকে এড়িয়ে চলতে বিদেশি পর্যটকদের পরামর্শ দেয়া হয়েছে।
২০১২ সালে দিল্লিতে এক ইসরাইলি কূটনীতিকের স্ত্রীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তার পর থেকেই প্রতি বছরই সে দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করে আসছে ইসরাইল।
No comments:
Post a Comment