নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আজ বিকেল থেকে বিজিবি টহল শুরু করেছে।
এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
২২ প্লাটুন বিজিবি নগরীর বিভিন্ন স্থানে টহল দেবে। তারা মূলত ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রায় সাড়ে ৫ হাজার ফোর্স থাকবে। সেখানে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, নৌপুলিশ, কোস্টগার্ড ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ ৭টি বাহিনী থাকবে। এই সদস্যরা কাজ করবেন মূলত স্টাইকিং ফোর্স ও মোবাইল ফোর্স হিসেবে। এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, আগামীকাল থেকে আমরা পুরোপুরি দেখতে পারব। র্যাব সদস্য আজ মোতায়েন করা হয়েছে। প্রায় ৪ হাজার ফোর্স থাকবে।
No comments:
Post a Comment