তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, রুশ রাষ্ট্রদূতকে কয়েকটি গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তুর্কি স্পেশাল ফোর্সের সদস্যরা হামলাকারীকে হত্যা করেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি।
রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাষ্ট্রদূত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে।
তুর্কি সংবাদ মাধ্যম হুরিয়েত ডেইলি জানিয়েছে, বন্দুকধারী প্রথম ফাঁকা গুলিবর্ষণ করে। এতে ভয়ে লোকজন সরে গেলে সে রাষ্ট্রদূতকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা একজন জানান, বন্দুকধারী গুলিবর্ষণের সময় 'ইসলামী স্লোগান' দিয়েছে। তবে ঠিক কী বলেছে তিনি তা বলতে পারেননি।
আন্দ্রেই কারলভ ২০১৩ সাল থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
No comments:
Post a Comment