আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে ওমরকে মিশরে ঢুকতে দেয়া হয়নি। শনিবার মিশরের বিমানবন্দরের সূত্রে এই খবর জানানো হয়েছে।
ওসামা বিন লাদেনের চতুর্থ পুত্র ওমর তার ব্রিটিশ নাগরিক স্ত্রী জাইনাল আল সাবাহকে নিয়ে কাতারের দোহা থেকে মিশরে আসলে তাদের তুরস্কে চলে যেতে বলা হয়। ওমর দম্পতি ২০০৭ থেকে ২০০৮ সালের কিছু সময় মিশরে ছিলেন। ২০০৮ সালেও তাদের মিশরে প্রবেশে বাধা দেয়া হয়েছিল।
ওমর বিন লাদেনের সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্ক ছিন্ন হয় ২০০১ সালে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পিতার সঙ্গে আফগানিস্তানে ছিলেন। ওমর ২০১০ সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ওসামা বিন লাদেনের সন্তানেরা পৃথিবীতে ‘ভালো নাগরিক’ হিসেবে বেচে থাকার চেষ্টা করছে। কিন্তু তারা একজন পিতার অভাব এবং আল কায়েদার নেতার সন্তান হওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ওসামা বিন লাদেনের নেতৃত্বে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা পরিচালনা করে আল কায়েদা। ২০১১ সালে পাকিস্তানের গোপন আস্তানায় হানা দিয়ে তাকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। রয়টার্স।
No comments:
Post a Comment