Social Icons

Saturday, December 17, 2016

কানাডায় ২৪ ঘণ্টায় ঔষধ খেয়ে ৯ জনের মৃত্যু

কানাডার ভ্যানকুভারে বিগত ২৪ ঘণ্টায় পেইনকিলার ফেন্টানিল অপিওইডের মাত্রাতিরিক্ত প্রয়োগে ৯ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র গ্রেগর রবার্টসন আরো অনেকের মৃত্যুর আশঙ্কা করছেন।
 
দুই মিলিগ্রাম বিশুদ্ধ ফেন্টানিল (চার দানা লবণের সমান) গড়পরতা মানুষের মৃত্যু ঘটাতে পারে। গত এপ্রিলে মার্কিন সঙ্গীত শিল্পী প্রিন্স দুর্ঘটনাবশত এই ড্রাগ বেশি নিয়ে ফেলায় মৃত্যুবরণ করেছিলেন।
 
রবার্টসন বলেন, এখন আমাদের সামনে কঠিন সময়। এই সময়ে কোনো ইতিবাচক কিছু দেখছি না, আমরা একদম দুঃসময়ের অতল স্পর্শ করেছি। ২০১৫ সালে ঔষধ সংক্রান্ত অপব্যবহারের কারণে কানাডায় ২ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। সরকার জনস্বার্থে জরুরি স্বাস্থ্যসেবায় কোটি কোটি ডলার খরচ করেছে। কিন্তু রবার্টসন মনে করেন, এই খাতে আরো অর্থ খরচ প্রয়োজন।
 
ভ্যানকুভার শহরের পুলিশ প্রধান অ্যাডাম পামার এই ড্রাগে আসক্তদের সহযোগিতায় আরো উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন। ভ্যানকুভারে প্রতি মাসে ১৫ জন মাত্রাতিরিক্ত ড্রাগ ওভারডোজে মারা যায়। তিনি জানিয়েছেন, শহরের ইস্টসাইড ডাউনটাউনে এই মৃত্যুর ঘটনাগুলো বেশি ঘটছে। শহরের মর্গ পরিচালক বলেছেন, বর্তমানে মর্গগুলোর সক্ষমতার চেয়েও বেশি মৃতদেহ রয়েছে। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates