কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় দুই সেনা নিহত হয়েছে। রবিবার সামরিক বাহিনী এ হামলার জন্য ন্যাশনাল লিবারেশন আর্মি’র (ইএলএন) বিদ্রোহীদের দায়ী করেছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একটি মটরসাইকেলে করে টহল দেয়ার সময় সেনারা ইএলএন বিদ্রোহীদের বন্দুক হামলার শিকার হয়। ভেনিজুয়েলার সীমান্তবর্তী কলম্বিয়ার পূর্বাঞ্চলীয় আরাউকায় তারা এ হামলার শিকার হয়। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় জড়িতদের গ্রেফতারে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা আরো বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের পর ইএলএন হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী গ্রুপ। কলম্বিয়ার পাঁচ দশকের বেশী সময়ের সংঘাতের অবসানে গত ২৪ নভেম্বর প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক গ্রুপ নতুন করে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে।
এর আগে তারা প্রথমবার শান্তি চুক্তি স্বাক্ষর করলেও ২ অক্টোবরের গণভোটে তা অপ্রত্যাশিতভাবে নাকচ হয়ে যায়। কলম্বিয়ায় দশকের পর দশক ধরে চলা এ সংঘাতে ২ লাখ ৬০ হাজারের বেশী লোক প্রাণ হারায়। এএফপি।
No comments:
Post a Comment