উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের এমন শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপে আঘাত হানতে পারে। এই তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা।
সিউলের উত্তর কোরিয়া সংক্রান্ত পারমাণবিক ব্যুরোর ডিরেক্টর জেনারেল লি সাং-হা'র দাবি, অতীতে যতদূর ভাবা হয়েছিলো তার চেয়েও বেশি ভয়ংকর পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র।
সিউলে 'দ্য ডেইলি স্টার অনলাইন'-এর সাথে আলাপকালে তিনি আরও জানান, ওই পরমাণু ক্ষেপণাস্ত্রের নিশানায় ন্যাটো জোটের দেশগুলোর পাশাপাশি ইউরোপও রয়েছে।
সম্প্রতি খবর বের হও, কিম জং উনের এমন রকেট রয়েছে, যা কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ওই খবর চাউর হওয়ার পর এবার এই তথ্য প্রকাশ হলো।
উত্তর কোরিয়ার কেএন-০৮ ক্ষেপণাস্ত্র ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অর্থাৎ গোটা ইউরোপ এর আওতায় পড়েছে এবং এ ক্ষেপণাস্ত্রে উন্নয়ন এখনো চলছে।
এদিকে, সেইন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের এশিয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ওগডেন বলেন, উত্তর কোরিয়া সম্পর্কে এ তথ্য সম্ভাব্য পরমাণু হামলার পরিধি আরো বাড়িয়ে দিয়েছে।
No comments:
Post a Comment