মার্কিন নির্বাচনের আগে এক আলাপচারিতায় প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইমেইল হ্যাকিংয়ের চিন্তা `মাথা থেকে ঝেড়ে ফেলতে' বলেছিলেন। ওবামা এমনটাই জানিয়েছেন বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পুতিন হ্যাকিংয়ের বিষয়ে জানেন-এমনটা পরোক্ষভাবে প্রকাশ করে ওবামা বলেছেন, রাশিয়ায় যেসব ঘটনা ঘটে তার বেশিরভাগের সাথেই পুতিন জড়িত।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত একটি সম্মেলনে পুতিনকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর এক মাস পরে রাশিয়ার বিরুদ্ধে হ্যাংকিয়ের অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার এই কাজের জবাব দেয়া হবে বলেও ইঙ্গিত করেছেন বারাক ওবামা। তিনি বলেছেন, তারা আমাদের সাথে যা করেছে আমরাও তাদের সাথে একই কাজ করতে পারি।
চলতি বছরের শেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারাক ওবামা।
No comments:
Post a Comment