ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে নিশ্চিত করেছেন যে, ডাভাডোর মেয়র থাকাকালে তিনি তিনজনকে গুলি করে হত্যা করেছিলেন। শনিবার বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
রুদ্রিগো দুতার্তে বলেছেন, আমি তিনজনকে হত্যা করেছিলাম...আমি জানি না আমার বন্দুক থেকে কতগুলো গুলি তাদের শরীরে প্রবেশ করে। এমনটাই হয়েছিল। আমি এগুলো নিয়ে মিথ্যা বলতে পারব না।
দুতার্তে ব্যক্তিগত কাউকে হত্যা করেননি-প্রেসিডেন্টের মুখপাত্র এমন বক্তব্য দেয়ার একদিন পর এর ধরনের বক্তব্য আসলো।
ব্যবসায়িক নেতাদের সঙ্গে আলাপকালে দুতার্তে বলেছেন, ডাভাওতে ব্যক্তিগতভাবে আমি খুন করেছি। পুলিশদের দেখানোর জন্য আমি কাজ করতাম। আমার কথা ছিল, আমি যদি পারি তবে আপনার কেন পারবেন না।
দুই দশক আগে দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র ছিলেন দুতার্তে। ঐ সময় নৃশংসভাবে অপরাধ দমন ও ডেথ স্কোয়াডের পৃষ্ঠপোষক ছিলেন বলে অভিযুক্ত হয়েছিলেন।
যে তিনজনকে হত্যা করা হয়েছিল তারা অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিল বলে জানিয়েছেন দুতার্তে।
No comments:
Post a Comment