জার্মানের বার্লিনে একটি বড়দিনের মার্কেটে ট্রাক তুলে দিয়ে ১২ জনকে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন।
জার্মান পুলিশ বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএনএন জানায়, সবাই মার্কেটের দিকে ট্রাকটিকে এগিয়ে আসতে দেখে চিৎকার করছিল, এরপর সবার দৌড় ঝাপের মধ্যে ১২ জনকে ট্রাকটি চাপা দেয়। এ ছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয় ট্রাকের আঘাতে। এ সময় ভয় পেয়ে ছোটাছুটি করেত গিয়েও বেশ কয়েকজন আহত হন।
বার্লিন পুলিশ জানিয়েছে, হামলাটিকে দেখে ধারণা করছি, ইচ্ছাকৃতভাবে ট্রাকটি মার্কেটে এনে মানুষ হত্যা করা হয়েছে। বড়দিনের এই উৎসবের সময় হামলার জন্য ইসলামপন্থী সন্ত্রাসীরা দায়ী থাকতে পারে বলে জানিয়েছে তারা।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানায় জার্মান পুলিশ।
আঘাত করা ট্রাকটি একজন পোল্যান্ডের অধিকারী নাগরিকের নামের রেজিস্টার করা ছিল। ঘটনার পর উদ্ধার হওয়া ট্রাকে একজন পোল্যান্ডের নাগরিকের লাশ পাওয়া গেছে। এই ট্রাকটি যেই কোম্পানির জন্য কাজ করছিল তারা জানায়, কিছু স্টিল পরিবহনের কাজে নিয়োজিত ছিল ট্রাকটি। কিন্তু সন্ত্রাসীরা ট্রাকটি ছিনিয়ে নিয়ে তার চালককে হত্যা করেছে এবং তারপর বড়দিনের মার্কেটে ট্রাকটি দিয়ে ১২ জনকে হত্যা করেছে।
সিএনএন।
No comments:
Post a Comment