ইতিহাস সৃষ্টি করলেন পাঁচ ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক। এই প্রথম একসঙ্গে মার্কিন কংগ্রেসে শপথ নিলেন তাঁরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার এক শতাংশ ভারতীয় বংশোদ্ভুত। সেই দিক থেকে একসঙ্গে এত জনের জিতে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫২ বছর বয়সী কমলা হ্যারিসকে ক্যালিফোর্নিয়ার সেনেটর নিয়োগ করা হয়েছে। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভুত সেনেটর হলেন।
এর আগে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন। এছাড়া শপথ নিয়েছেন আমি বেরা। এই নিয়ে তৃতীয়বার তিনি শপথ নিলেন। ৬০ বছর আগে আর এক ভারতীয় বংশোদ্ভুত দলীপ সিং সৌন্ধ–এর রেকর্ড স্পর্শ করলেন তিনি। তিনিই ছিলেন মার্কিন কংগ্রেসে প্রথম ভারতীয় বংশোদ্ভুত। তাছাড়া সিলিকন ভ্যালি থেকে নির্বাচিত রো খান্না শপথ নিয়েছেন। ইলিনয়েস–এর নির্বাচিত প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি গীতা হাতে শপথ নেন। তুলসী গাবার্ডের পর দ্বিতীয় কেউ গীতা হাতে শপথ নিলেন।
সূত্র: আজকাল
No comments:
Post a Comment