Social Icons

Tuesday, January 3, 2017

ঢাকায় অবস্থিত বিদেশী দূতাবাস সমূহের নাম ও যোগাযোগের ঠিকানা দেয়া হল-


মানুষ সমাজবদ্ধ জীব। সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষ আলাদা আলাদা গোত্রে দলভুক্ত হয়ে বাস করতো। তারই ধারাবাহিকতায় জন্ম নেয় রাষ্ট্র। আর রাস্ট্র গঠনের পরপরই মানুষের বৈদেশিক সম্পর্ক এবং নিজ রাস্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অন্য রাস্ট্রের সাথে যোগাযোগ জরুরী হয়ে পড়ে। গ্রীক সভ্যতারও আগে রাষ্ট্রিয় দূতের অস্তিত্ব থাকার প্রমান পাওয়া যায়। এই রাষ্ট্রিয় দূত থেকেই দূতাবাসের উৎপত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তি সময় এবং সোভিয়েত ইউনিয়ন সহ কয়েকটি রাষ্ট্র বিভাজনের ফলে বর্তমানে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা ২৪৯ টি। ২৪৯ টি রাষ্ট্রের ভিন্ন ভিন্ন জাতীয় পতাকা, ভিন্ন ভাষা, সাংস্কৃতি ও স্বাতন্ত্রতা প্রকাশ পায়। বিভিন্ন দেশের দূতাবাসের নাম আমরা দেখি এ্যাম্বেসী অথবা হাইকমিশন, কমনওয়েলথ ভুক্ত দেশগুলোকে হাইকমিশন নামে অবিহিত করা হয়। এছাড়া বাকি সব দেশের দূতাবাসকে বলে এ্যাম্বেসী।

বাংলাদেশের বিদেশী হাইকমিশন অফিস বা এ্যাম্বাসীর সবগুলোরই অবস্থান রাজধানী ঢাকায়। বেশির ভাগেরই অবস্থান গুলশন, বনানী ও বারিধারা এলাকায়। এসকল এলাকায় দূতাবাসের অবস্থান হওয়ায় গণমাধ্যমসহ অনেকে উক্ত এলাকাগুলোকে কুটনিতিক পাড়া বলতে সাচ্ছন্দ বোধ করে।

দূতাবাসের উদ্দেশ্যে ও কাজ
  • কুটনিতিক সম্পর্ক বজায় রাখা।
  • নিজ দেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লক্ষ্য রাখা।
  • নিজ দেশের সব ধরনের ভিসা প্রদান সংক্রান্ত কাজ।
  • নিজ দেশের রাষ্ট্র প্রধান বা উচ্চ পর্যায়ের কোন ব্যাক্তি আসলে তার বিস্তারিত দেখভাল করা। প্রয়োজন বোধে প্রটোকল সংক্রান্ত কাজ করা।
  • স্ব-স্ব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখা ও বৈদেশিক বাণিজ্য বিষয়ে নিজ দেশের সরকারকে অবহিত করা।

ঢাকায় অবস্থানরত বিদেশী দূতাবাস সমূহ সাধারণত যেসব ভিসা প্রদান করে থাকে।
  • বিজনেস ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • ভ্রমণ ভিসা
  • আবাসন ভিসা
  • সাংবাদিকগণের ভিসা
  • ফ্যামিলি ভিসা
  • ট্রানজিট ভিসা
  • ওয়ার্কিং ভিসা
  • ভিজিট ভিসা
  • গ্রুপ ভিসা
  • মাল্টিপল ভিসা
  • শ্যানগেন (Schengen) ভিসা
ভিসা আবেদনের নিয়ম
  • ভিসা আবেদনকারী যে দেশে যেতে ইচ্ছুক উক্তদেশের দূতাবাস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।  উক্ত আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে।
  • প্রত্যেক কর্ম দিবসে দূতাবাস কর্তৃক উল্লেখকৃত সময়ে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না করলে বা ভিসা আবেদন বাতিল হওয়ার ৬ (ছয়) মাস অতিক্রম না হলে পূনরায় ভিসার জন্য আবেদন করলে, ভিসা প্রদান করা হয় না। অনেক দূতাবাসে ভিন্ন নিয়ম পরিলক্ষিত হয়।
  • আবেদনপত্র জমা দিলে আবেদনকারীকে অফিস থেকে আবেদনপত্র জমার রশিদ প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
কোন দেশের দূতাবাস ও কোন ধরনের ভিসায় যেতে ইচ্ছুক তার উপর নির্ভর করে প্রয়োজনীয় কাগজপত্র কি হবে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সব ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী কাগজপত্র জমা দিতে হয়।
  • আবেদন ফরম যথা নিয়মে ও নির্ভুল ভাবে পূরণ করতে হয়।
  • সদ্যতোলা দূতাবাস কর্তৃক উল্লেখিত ফটো সাইজ ও দেয়া থাকলে উক্ত সাইজের অন্যথায় পাসপোর্ট সাইজের ছবি, ছবির সংখ্যা দেশ ভেদে ২ থেকে ৮ কপি হতে পারে। পাসপোর্টের ফটোকপি।
  • বৈধ পাসপোর্টের প্রথম পাঁচ পাতার ফটোকপি।
  • প্রয়োজনীয় কাগজপত্র কি হবে, নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় সব ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী কাগজপত্র জমা
  • বিজনেস ভিসার জন্য ট্রেড লাইসেন্স এর ইংরেজী অনুবাদ এবং নোটারীকৃত কপির মূলকপি।
  • বাংলা ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
  • বিজনেস কার্ড।
  • অফিসিয়াল প্রত্যয়নপত্র/ ট্রেড লাইসেন্স এর ইংরেজী অনুবাদ ও নোটারীকৃত কপির মূলকপি।
  • জাতীয় পরিচয়পত্র
  • বৈধ পরিচয়পত্রের এবং সর্বশেষ প্রাপ্ত সনদের সত্যায়িত কপি অথবা কলেজ/ বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র / সুপারিশ পত্র।
  • গ্রুফ ভিসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/ কলেজ/ অফিসের লেটার প্যাডে পাসপোর্ট নম্বর সহ নামের তালিকা লিখতে হবে। লেটার প্যাডে বিভাগীয় প্রধানের অফিসিয়াল সিল স্বাক্ষরসহ সুপারিশ থাকতে হবে।
  • নূনতম ছয় মেয়াদের পাসপোর্ট
  • কনস্যুলার বরাবর আবেদনপত্র (ফরওয়াডিং লেটার)
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ ব্যাংক স্টেটমেন্ট
  • এয়ার টিকেট বুকিং স্লিপ
  • আবাসনের প্রমানাদি (ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, পানির বিল ইত্যাদি)
  • অনেক ক্ষেত্রে নতুন পাসপোর্টের পাশাপাশি পুরনো পাসপোর্টও দরকার হয় যদি থাকে।
  • বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের জন্য ভিসা আবেদনপত্রের প্রথম পাতা দেখতে হয়।
  • সকল কাগজপত্র দুই কপি করে (১ কপি মূলকপি ও ১ কপি ফটোকপি) জমা দিতে হয়। মূলকপি সত্যতা যাচাইয়ের পর ফেরত দেয়া হয়।
  • বিজনেস পাসপোর্টধারীদের জন্য ট্রেড লাইসেন্স এর মূলকপি ও ফটোকপি।  
  • কৃষক পাসপোর্টধারীদের জন্য জমির দলিলের ফটোকপি।
  • মেডিকেল চেকআপ/চিকিৎসার জন্য যেতে চাইলে ডাক্তারের (প্রেসক্রিপশনপত্র, রিপোর্ট ও রেফার্ড কপি।
  • পাসপোর্টের প্রথম পাঁচ পাতার ফটোকপি,অতিরিক্ত পাতা (যদি থাকে),গুরুত্বপূর্ণ ভিসার পাতা (যেমন- দুবাই, ইউএস, অস্ট্রেলিয়া ইত্যাদি; যদি থাকে), সকল পাতার স্ক্যান/ সফট কপি (JPEG ফরম্যাট) সিডি অথবা পেন ড্রাইভে জমা দিতে হয়।
  • কোম্পানী লেটার হেডে Forwarding লেটার
  • দুজন রেফারেন্সের বিস্তারিত ঠিকানা
  • স্টুডেন্ট ও বিজনেস ভিসার ক্ষেত্রে ব্যাংকের চলমান লেনদেনের স্টেটমেন্ট।
  • বিবাহ সনদ
  • জন্ম সনদপত্র
  • আমন্ত্রন/ প্রস্তাবপত্র (ইনষ্টিটিউট বা আন্তর্জাতিক সংস্থা হতে)
  • অ্যাটাচট্ বাংলাদেশ ইনস্টিটিউট হতে অনুরোধপত্রের মূলকপি।
  • ছবিতে উভয় কান দৃশ্যমান হতে হয়
  • হারিয়ে যাওয়া পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্টের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে “ডি” ফরম সঠিকভাবে পূরণ করতে হয়।
  • বিবাহিত মহিলাগণ যদি নাম পরিবর্তন করতে চান তবে বিবাহ সনদ জমা দিতে হয়।
  • পাসপোর্টের যে পৃষ্ঠাগুলোয় তথ্য দেয়া হয় সেগুলোর স্পষ্ট ফটোকপি।
  • গ্যারান্টরের সাথে সম্পর্কের কাগজপত্র (যদি গ্যারান্টর থাকে)
  • অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণপত্র (যদি ভ্রমণের খরচ ভ্রমণকারী নিজে বহন করে তাহলে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট (যদি থাকে) ও ব্যাংক স্ট্যাটমেন্ট)
  • অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানী, গ্রিস, হাঙ্গেরী, আইসল্যান্ড, ইতালী, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, এবং সুইজারল্যান্ডে একক ভিসায় ভ্রমণ ব্যবস্থা হল শ্যানগেন ভিসা। এ ভিসা নিয়ে ইউরোপের এই ২৬টি দেশে স্বাধীনভাবে ভ্রমণ করা যায় এবং সর্বোচ্চ ৯০ দিন থাকা যায়। এ ভিসার মেয়াদ ৬ মাস, অর্থাৎ ৬ মাসের মধ্যে যেকোন ৯০ দিন ইউরোপের দেশগুলোতে কাটানো যায়। ইউরোপে প্রবেশের প্রথম দিন থেকে দিন গণনা শুরু হয়। তবে শ্যানগেন ভিসার আওতায় স্থায়ীভাবে বসবাস বা কাজের অনুমতি দেয়া হয় না।

ঢাকায় অবস্থিত বিদেশী দূতাবাস সমূহের নাম ও যোগাযোগের ঠিকানা দেয়া হল-

দূতাবাসের নাম ও সময়সূচী
ঠিকানা ও যোগাযোগ
আফগানিস্তান দূতাবাস
খোলা: সোমবার থেকে শুক্রবার
সময়: সকাল ৯.৩০ মি. থেকে দুপুর ১টা পর্যন্ত
হাউজ নং- ১০, রোড নং- ৯, বারিধারা, গুলশান
Phone: +880-2 989 5994
Fax: +880-2 988 4767
Email: afghanembdk@dhaka.net
অস্ট্রেলিয়া দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত
১৮৪ গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২
Phone: 880 2 8813105 (multiple lines)
Fax: 880 2 881 1125 (High Commission)
Website: http://www.bangladesh.embassy.gov.au/
Email: ahc.dhaka@dfat.gov.au
অস্ট্রিয়া দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: দুপুর ২.৩০মি. থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত
সাফুরা টাওয়ার ৬ষ্ঠ তলা
২০ কেমাল আতাতুর্ক এভিনিউ, ঢাকা-১২১৩
Phone: (+880) (2) 989 43 29
(+880) (2) 986 17 07
(+880) (2) 986 17 08
Fax: (+880) (2) 989 08 36
Email: austriancon@quasemgroup.com,tasvir@quasemgroup.com
বেলজিয়াম দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও দুপুর ২টা থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত
হাউজ # ২৪/এ, স্যুইট # ২এ, রোড # ৪২, গুলশান-২, ঢাকা- ১২১২
Phone: (8802) 9896990, Fax: (8802) 9896985
Website: http://www.consubel.net
Email: info@consubel.net
ভুটান দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
হাউজ নং- ১২, রোড নং- ১০৭, গুলশান-২, ঢাকা-১২১২
Phone: 880-2-8826863 / 8827160
Fax: 880-2-8823939
ব্রুনাই দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ও দুপুর ১.৩০ মি. থেকে বিকাল ৪টা পর্যন্ত
হাউজ নং- ২৬, রোড নং- ৬, বারিধারা, ঢাকা-১২১২
Phone: (8802) 8819552 / (8802) 8813304
Fax: (8802) 8819551/9887921
Email: bruhcomm@citech-bd.com
কানাডা দূতাবাসইউনাইটেড ন্যাশন রোড, বারিধারা, ঢাকা-১২১২
Phone: +88 (02) 988-7091-97
Fax: +88 (02) 8823043
Website: http://international.gc.ca/missions/bangladesh/
Email: dhaka@international.gc.ca
চায়না দূতাবাসপ্লট-২ ও ৪, রোড- ৩, ব্লক-১, বারিধারা, ঢাকা
Phone: 008802-8824862
+8801819108583
Fax: 008802-8823004
Website: http://bd.chineseembassy.org/eng/
Email: Chinaemb@bdmail.net
সাইপ্রাস দূতাবাস
খোলা: শনিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
এবিসি হাউজ (১০ম তলা), ৮, কেমাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যকি এলাকা, ঢাকা- ১২১৩
Phone: (008802) 8825845 to 49, (Extn. 901/903)
Fax: +8802 8826115
Email: cyprus@gmggroup.com
চেক রিপাবলিক দূতাবাস৯৮, গুলশান এভিনিউ, সি,ই,এস (এ) ৪৮, গুলশান, ঢাকা
Phone: +8802-8821942
+88-02-9880043
Fax: +88-02-8823290
Email: dhaka@honorary.mzv.cz
ডেনমার্ক দূতাবাস
হাউজ এনডব্লিউ (এইচ) ১, রোড- ৫১, গুলশান মডেল টাউন
ঢাকা-১২১২
জিপিও বক্স- ২০৫৬
Phone: +880 2 882 1799
Fax: +880 2 882 3638
Website: http://www.ambdhaka.um.dk
Email: dacamb@um.dk
মিশর দূতাবাস
হাউজ এনই (এন) # ৯, রোড # ৯০, গুলশান মডেল টাউন
Phone: 880 8822766-7
Fax: 880 8824883
Website:http://www.mfa.gov.eg/arabic/embassies/Egyptian_Embassy_Bangladesh/Pages/Default.aspx
Email: internet_unit@hotmail.com
ইথওপিয়া দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
৯/এ, টয়েনবি সার্কুলার রোড (৩য় তলা)
ম্যাক্সিমাইজেশন, মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা-১০০০
Phone: 0880-29551477
Fax: 0880-2-9551477
Email: maxim@msnbd.net
ফ্রান্স দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
রোড- ১০৮, হাউজ- ১৮, গুলশান, পিও বক্স- ২২
Phone: [880] (02) 881 38 11 (à 14) / 880 28 82 33 20
Fax: [880] (02) 882 36 12 / 880 29 88 38 51
Website: http://www.ambafrance-bd.org/
Email: webmestre.dacca-amba@diplomatie.gouv.fr
জার্মান দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪.৩০ মি. পর্যন্ত
১৭৮, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২
Phone: 008802 - 885 35 21 - 24
Fax: 008802 - 885 35 28
Website: http://www.dhaka.diplo.de/Vertretung/dhaka/en/Startseite.html
Email: aadhaka@optimaxbd.net
গ্রীনল্যান্ড দূতাবাস
খোলা: রবিবার থেকে বুধবার
সময়: সকাল ৮টা থেকে বিকাল ৩.৩০ মি. পর্যন্ত
রোড- ৫১, হাউজ- ১, গুলশান, ঢাকা
Phone: (00880 2) 882 17 99
Fax: (00880 2) 882 36 38
Website: http://www.ambdhaka.um.dk
Email: info@danishembassybd.com
আইল্যান্ড দূতাবাসচেম্বার বিল্ডিং, ২/এফ ১২২-১২৪ মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা
Phone: 880 2 955 1927
Fax: 880 2 955 2409
Email: orioxi@citechco.vet
ভারত দূতাবাসহাউজ- ২, রোড- ১৪২, গুলশান-১
Phone: 00-8802-9889339, 9888789-91
Fax: 00-8802-8817487
Website: http://www.hcidhaka.org
Email: hoc@hcidhaka.org
ইন্দোনেশিয়া দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮.৩০ মি. থেকে বিকাল ৫টা পর্যন্ত
রোড- ৫৩, প্লট- ১৪, গুলশান-২, ঢাকা- ১২১২
Phone: 880-2) 988-1640 to 41, 881-2260
Fax: (880-2) 881-0993, 882-5391
Website: http://www.jakarta-dhaka.com
Email: indhaka@bangla.net
ইরাক দূতাবাস১১২, গুলশান এভিনিউডেল, ঢাকা-১২১২
ইতালি দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
প্লট- ২/৩, রোড- ৭৪/৭৯ গুলশান
পি.ও. বক্স ৬০৬২, ঢাকা-১২১২
Phone: 88 02 882 2781
Fax: 88 02 882 2578
Website: http://www.ambdhaka.esteri.it/Ambasciata_Dhaka
Email: visti.dhaka@esteri.it
জাপান দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
প্লট- ৫ এবং ৭, দূতাবাস রোড, ঢাকা- ১২১২
Phone: +88-02-8810087
Fax: +88-02-8826737,
Website: http://www.bd.emb-japan.go.jp/
Email: information@embjp.accesstel.net, education@embjp.accesstel.net
কুয়েত দূতাবাসপি.ও. বক্স- ৬০৯৯, ঢাকা।
Phone: (+880-2) 882700
Fax: (+880-2) 883753
লিবিয়া দূতাবাসহাউজ- ৩বি, রোড- ৮৩, গুলশান-২, ঢাকা-১২১২
Phone: 9895808-9
Fax: 880-2-8823417
মালয়েশিয়া দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
হাউজ- ১৯, রোড- ৬, বারিধারা, ঢাকা
Phone: 88 02 8827759, +88 02 8827760
Fax: 88 02 8827761, +88 02 8823115
Website: http://www.kln.gov.my/perwakilan/dhaka
Email: mwdhaka@citech-bd.com
মরক্কো দূতাবাসহাউজ- ৪৪, ইউনাইটেড ন্যাশন রোড, বারিধারা, ঢাকা
Phone: (+880-2) 883176, 9880329
Fax: (+880-2) 870018
Email: sifmadac@citechco.net
মিয়ানমার দূতাবাসহাউজ- ৩, ব্লক- নীল (১), রোড- ৮৪, গুলশান-২, ঢাকা
Phone: (88-02) 988 8903, 989 6331, 989 6298, 989 6373, 988 9215
Fax: (88-02) 88 23 740
Email: mynembdk@siriusbroadband.com, mynembdk@siriusbb.com
নেপাল দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
ইউনাইটেড ন্যাশন রোড, রোড-২, বারিধারা, ডিপলোমা ইনকিলাব, ঢাকা
Phone: 880-2-601-790 / 601 890, 602 091
Fax: 880-2-882-6401
Email: eondhaka@dbn-bd.net
হল্যান্ড/নেদারল্যান্ড দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
রোড-৪৮, হাউজ-১৬/এ, গুলশান-২
Phone: +880-2-8822715-18
Fax: +880-2-8823326
Website: http://www.netherlandsembassydhaka.org
Email: dha@minbuza.nl
নিউজিল্যান্ড দূতাবাসবসতি হরিজন, ফ্ল্যাট- বি-৩, (৪র্থ তলা), প্লট- ২১, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩
Phone: +8802 886 1947
Fax: +8802 886 1948
Website: http://www.mfat.govt.nz/Embassies/1-NZ-representatives-overseas/0-embassies-list.php
Email: neazsebl@bol-online.com
নরওয়ে দূতাবাস
খোলা: সোমবার থেকে বুধবার
সময়: সকাল ৮.৩০মি. থেকে বিকাল ৪টা পর্যন্ত
হাউজ- ৯, রোড-১১১, গুলশান
Phone: +880-2-881-6276 or 881 0563 or 882 3880
Fax: +880-2-882-3661
Website: http://www.norway.org.bd/
Email: emb.dhaka@mfa.no
পাকিস্তান দূতাবাস
সোমবার থেকে শুক্রবার
সময়: সকাল ৮.৩০মি. থেকে বিকাল ৫.৩০ মি. পর্যন্ত
এনই (সি), রোড- ৭১, গুলশান-২, ঢাকা
Phone: 008802-8825388-9
Fax: 8850673 & 8813316
Website: http://www.mofa.gov.pk/bangladesh/
Email: parepdka@agni.com
ফিলিস্তিন দূতাবাসপি.ও. বক্স- ৬০০, কোড-১০০০
Phone: 8802-603308 / 603016
Fax: 8802-883517
ফিলিপাইন দূতাবাস
সোমবার থেকে শুক্রবার
সময়: সকাল ৮.৩০মি. থেকে বিকাল ৫.৩০ মি. পর্যন্ত
হাউজ-১৭, রোড-৭, বারিধারা, ঢাকা-১২১২
Phone: (+8802) 988-1590 to 93; 9896117; (+880-191) 547-7731
Fax: 00-8802-882-3686
Website: http://www.philembassydhaka.org
Email: philemb2@aknetbd.com
পোল্যান্ড দূতাবাস১৮ কেমাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
Phone: (00-880-2) 989-35-28
Fax: (00-880-2) 882-22-44
Email: polocondhaka@gmail.com
কাতার দূতাবাসহাউজ-২৩, স্ট্রীট-১০৮, গুলশান
Phone: (+880-2) 604477/8
Fax: (+880-2) 883950
Email: dhaka@mofa.gov.qa
রাশিয়া দূতাবাসএনই- (জে), রোড- ৭৯, গুলশান-২, ঢাকা
Phone: (+880) 2 882 8147
Fax: (+880) 2 882 3735
Website: http://www.bangladesh.mid.ru
Email: info@rusdhaka.org
সৌদি আরব দূতাবাসহাউজ-৫, রোড-৮৩, গুলশান-২, রোড-৯২, গুলশান
Phone: 0088028829333-29,32,34- 00880028829125- 0088028829128
Fax: +880.2.882.3616
Email: bdemb@mofa.gov.sa
সিঙ্গাপুর দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯.৩০ মি. থেকে বিকাল ৪টা পর্যন্ত
ভেনচার এভিনিউ (৬ষ্ঠ তলা)
সিডব্লিউএন (সি) ৮/বি গুলশান এভিনিউ
বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা-১২১২
Phone: 880-2-9880404/880-2-9880337
Fax: 880-2-9883666
Website: http://www.mfa.gov.sg/dhaka/
Email: singcon_dha@sgmfa.gov.sg
কোরিয়া দূতাবাসহাউজ-এনডব্লিউ (সি) ১৭, রোড- ৫৫, গুলশান, ঢাকা- ১২১২
Phone: (+880-2) 8812088/89/90
Fax: (+880-2) 8823871
Website: http://bgd.mofat.go.kr/eng/as/bgd/main/index.jsp
Email: embdhaka@embdhaka.org
শ্রীলংকা দূতাবাসবাসা নং-৪এ, রোড- ১১৩, গুলশান মডেল টাউন, ঢাকা-১২১২
Phone: (+880) 2 8822790 or (+880) 2 8810779
Fax: (+880) 2 8823971
Website: http://www.slhcdhaka.org/index.php
Email: slhc@citech-bd.com/ashraful76@gmail.com
সুইডেন দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
হাউজ-১, রোড- ৫১, গুলশান-২, জি.পি.ও বক্স ৩০৪, ঢাকা
Phone: +880 (2) 8833 144-47
Fax: +880 (2) 882 39 48
Website: http://www.swedenabroad.com/dhaka
Email: ambassaden.dhaka@sida.se
সুইজারল্যান্ড দূতাবাসরোড-১৮, হাউজ-৩১-বি
Phone: (+880-2) 8812874-6
Fax: (+880-2) 8823872
Email: vertretung@dha.rep.admin.ch
তাইওয়ান দূতাবাস১৮১, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২
Phone: (002-8802)8851082
Fax: (002-8802)8860416
Website: http://www.mofa.gov.tw
Email: trodk4@banglamail.net
তানজেনিয়া দূতাবাস৫৩/২ ডিআইটি এক্সটেনশন রোড, নয়া পল্টন, ঢাকা
Phone: (+880-2)-836203 / 41-9299 / 41-3997
Web: http://tanzania.bdbay.com/
Email: Interact@bangla.net
থাইল্যান্ড দূতাবাসহাউজ-১৪, রোড-১১, বারিধারা, ঢাকা-১২১২
Phone: (88-02) 881-2795-6, 881-3260-1
Fax: (88-02) 885-4280
Email: thaidac@mfa.go.th
তুর্কী দূতাবাসহাউজ-৭, রোড- ৬২, গুলশান- ২, ঢাকা-১২১২
Phone: +88-2 882-2198
Fax: +88-2 882-3873
Email: dhakkabe@citechco.net
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসহাউজ- ৪১, রোড- ১১৩, গুলশান মডেল টাউন, ঢাকা
Phone: +88-2-9882277, 604775, 604892
Fax: +88-2-8823225
Email: info@uaeembassydhaka.com, uae_dac@citechco.net
ইংল্যান্ড দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত
ইউনাইটেড ন্যাশন রোড, বারিধারা,
পিও বক্স ৬০৭৯, ঢাকা- ১২১২
Phone: + (88) (02) 882 2705-9
Fax: (880) (2) 881 6135 / (880) (2) 882 3474
Website: http://ukinbangladesh.fco.gov.uk/en/
Email: ppabhc@citecho.net, Dhaka.Consular@fco.gov.uk
আমেরিকা দূতাবাস
খোলা: রবিবার থেকে বৃহস্পতিবার
সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪.৩০ মি. পর্যন্ত
মাদানী এভিনিউ বারিধারা
Phone: (880) (2) 885-5500
Fax: (880) (2) 882-3744
Website: http://dhaka.usembassy.gov/
উজবেকিস্তানওয়ালি সেন্টার (৪র্থ তলা) হাউজ- ৭৪, গুলশান এভিনিউ
Phone: +88-02 881 3453
Fax: +88-02 881 3453

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates