Saturday, January 7, 2017
ব্রাজিলের উত্তরাঞ্চলের রোমাইমা রাজ্যের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দিকে হত্যা করা হয়েছে।
ব্রাজিলের উত্তরাঞ্চলের রোমাইমা রাজ্যের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দিকে হত্যা করা হয়েছে। জেলখানার ভেতর তাদের মধ্যে অন্তত ৩০ জনের গলাকাটা লাশ পাওয়া গেছে।
এর আগে, গত সপ্তাহে ব্রাজিলের উত্তরাঞ্চলে অ্যামাজন এলাকার ম্যানাউস শহরের একটি কারাগারে বন্দীদের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় আবার এই হত্যাকান্ডের ঘটনা ঘটল।
কারাগারের কর্মকর্তারা জানান, জেলখানার ভেতর ৩০টি গলাকাটা লাশ পাওয়া গেছে।
স্থানীয় বিচারমন্ত্রী উজিয়েল ক্যাস্ত্রো এই ঘটনার জন্য একটি মাদক চক্রকে দায়ী করে তিনি বলেন, মন্টি ক্রিস্টো রুরাল পেনিটেনটিয়ারি নামের কারাগারটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ওই কারাগারটিতে ছিল ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদি থাকাসহ শক্তিশালী অপরাধী গোষ্ঠী ও মাদক চক্রগুলোই এই কারাগারগুলোকে নিয়ন্ত্রণ করার ফলে সেখানে দাঙ্গা অতি সাধারণ একটি ব্যাপার।
Labels:
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment