ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের কিছু অংশে এখনও এমন আদিবাসীদের অস্তিত্ব রয়েছে, যারা বাইরের পৃথিবীর সংস্পর্শ থেকে দূরে। আর এ আদিবাসীদের কিছু ছবি আকাশ থেকে তুলে বিখ্যাত হলেন ব্রাজিলিয়ান ফটোগ্রাফার রিকার্ডো স্টাকার্ট।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। সম্প্রতি ব্রাজিলের সেই আদিবাসীদের ছবি তোলার কাহিনী বর্ণনা করেন ফটোগ্রাফার স্টাকার্ট। তিনি জানান, একটি হেলিকপ্টারে চড়ে অ্যামাজন জঙ্গলের দুর্গম অঞ্চলের একেবারে বিচ্ছিন্ন আদিবাসীদের এ ছবিগুলো তুলেছেন তিনি।
গত মাসে ছবিগুলো প্রকাশ করার পর এগুলো ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এগুলোতে উঠে এসেছে গভীর জঙ্গলে আদিবাসীদের জীবনযাপন।
যে অঞ্চলে এ ছবিগুলো তোলা হয়েছে তা ব্রাজিলের পশ্চিমাংশের আক্রে রাজ্যের অন্তর্গত। এছাড়া কাছেই ছিল পেরু সীমান্ত।
তবে ঠিক আয়োজন করে ছবিগুলো তোলা হয়নি তার। সেখান দিয়ে যখন হেলিকপ্টারে করে যাচ্ছিলেন সে পথে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এতে হেলিকপ্টারের পাইলট তার নির্ধারিত গতিপথ বাদ দিয়ে ভিন্ন দিক দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময়েই হঠা করে তিনি গভীর জঙ্গলের মধ্যে আদিবাসীদের দেখা পান।
তিনি বলেন, ‘বিষয়গুলো খুব দ্রুতই ঘটে গিয়েছে। ’
তিনি ক্যানন ক্যামেরা দিয়ে আদিবাসীদের ছবি তুলতে শুরু করেন। এ সময় তার ক্যামেরাতে ৮০০এমএম লেন্স লাগানো ছিল। এতে বেশ দূর থেকেই তিনি আদিবাসীদের অসাধারণ সব ছবি তুলতে সক্ষম হন।
তিনি বলেন, ‘ছবিগুলোতে দেখা যাচ্ছে, সেখানকার আদিবাসীরা প্রকৃতির সঙ্গে একেবারে নিখুঁতভাবে মিশে রয়েছে। তারা প্রাচীন পদিইধতিতে জমি চাষ করে, মাছ ধরে এবং শিকার করে। তারা আমাদের মনে করিয়ে দেয়, হাজার বছর আগে আমরা কিভাবে বাঁচতাম। ’
No comments:
Post a Comment