বাহরাইনের একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
কারাগারটিতে সরকারবিরোধী শিয়া আসামীরা উপস্থিত ছিলেন। হামলাকালে বন্দিরা পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে হামলাকারী এবং পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
২০১১ সালে সাংবিধানিক রাজতন্ত্র এবং প্রধানমন্ত্রী পদে নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিয়া সম্প্রদায়েরর নেতৃত্বাধীন এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে সুন্নী কর্তৃপক্ষ।
ওই সময় শত শত শিয়া বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভে জড়িত থাকায় পরে তাদের বিচারের মুখোমুখি করা হয়।
No comments:
Post a Comment