সিরাত জাহান স্বপ্নার হ্যাটট্রিকে মেয়েদের সাফ ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে ওঠেছে বাংলাদেশ। এদিন প্রতিপক্ষ মালদ্বীপকে রীতিমতো ৬-০ গোলে গুঁড়িয়ে দেয় স্বপ্না-সাবিনারা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন ভারত। অবশ্য গ্রুপ পর্বে তাদের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল স্বপ্নারা।
ফাইনালে ওঠার স্বপ্ন পূরণের পথে হ্যাটট্রিক করেন স্বপ্না। জোড়া গোল করেন সাবিনা খাতুন। এই দুই ফরোয়ার্ডের সঙ্গে গোলের খাতায় নাম লেখান ডিফেন্ডার নার্গিস খাতুনও।
আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয়। দুদলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
সোমবার প্রথম সেমিফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে ভারত। টানা তিনবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বুধবার শিরোপা লড়াইয়ে নামবে স্বপ্না-সাবিনারা।
No comments:
Post a Comment