Social Icons

Wednesday, November 22, 2017

সৌদি আরবে মিলিত হচ্ছে সিরিয়ার বিরোধীদলীয় নেতৃবৃন্দ

সিরিয়ার বিরোধীদলীয় নেতৃবৃন্দ শান্তি আলোচনার জন্য প্রতিনিধি দল গড়তে বুধবার সৌদি আরবে এক বৈঠকে মিলিত হচ্ছে। কৃষ্ণ সাগর তীরবর্তী রুশ পর্যটন নগরী সোচিতে তুরস্ক, ইরান ও রাশিয়ার মধ্যে বৈঠকের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোচির ওই বৈঠকে সিরিয়ায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে জোর কূটনৈতিক তৎপরতার চালানোর ওপর গুরুত্বরোপ করা হয়। খবর এএফপি’র।
এর আগে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের অবসানে জাতিসংঘের উদ্দেশ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধ বন্ধে বৈঠকগুলো ব্যর্থ হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং লাখো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও বিরোধী দলগুলোর মধ্যে মতভেদ আছে। তাদের মধ্যকার মতভেদগুলো দূর করাই রিয়াদে বুধবারের বৈঠকের লক্ষ্য। 
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিন দিনব্যাপী ওই বৈঠকে সিরিয়ার বিরোধীদলগুলোর প্রায় ১৪০ সদস্য অংশ নেবেন। ইস্তাম্বুলভিত্তিক ন্যাশনাল কোয়ালিশন, স্বতন্ত্র নেতা এবং কায়রো ও মস্কোভিত্তিক গ্রুপের নেতৃবৃন্দসহ আরো কয়েকটি দলের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। 
এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates