দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জিম্বাবুয়ের নাগরিকরা রাস্তায় নেমে উল্লাস করে মুগাবের পদত্যাগ উদযাপন করেছে। মুগাবের শাসনামলে এদের অধিকাংশকেই দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিতে হয়েছিল। উল্লেখ্য, জিম্বাবুয়ের দীর্ঘ ৩৭ বছরের শাসক মুগাবে মঙ্গলবার পদত্যাগ করেন।
জিম্বাবুয়ের নাগরিকরা জোহানসবার্গের কসমোপলিটন এলাকা হিলব্রো’র রাস্তায় নেমে ভুভুজেলা বাঁশি বাজিয়ে, জিম্বাবুয়ের পতাকা উড়িয়ে, নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে। এলাকাটিতে প্রচুর আফ্রিকান অভিবাসী বাস করে। ৬০ বছর বয়সী নিকিউই খুমালো বলেন, ‘আমরা কালকেই এমনকি এখন এই রাতের বেলাতেই দেশে ফিরতে চাই। আমি অনেক খুশি।’ তিনি জীবিকার জন্য ৩৬ বছর আগে প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
মুগাবে ১৯৮০ সালে জিম্বাবুয়ের শাসক হন। ওই সময়ে জিম্বাবুয়ের জাতীয় রাজস্বে ধস নামে, ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে অসংখ্য লোক বেকার হয়ে পড়ে। দেশে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। বিপুল সংখ্যক লোক ওই অবস্থা থেকে রক্ষা পেতে দক্ষিণ আফ্রিকায় চলে যায়। এএফপি।
No comments:
Post a Comment