বিশ্বের মধ্যে কানাডা অনেক বেশি উন্নত একটি দেশ। কানাডা অর্থনীতি দিক দিয়ে যেমন উন্নত তেমনি শিক্ষা ক্ষেত্রেও অনেক বেশি উন্নত। এছাড়া এই দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। যা দেখলে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। সত্যি কানাডা অনেক সুন্দর একটি সুন্দর একটি দেশ।
যাইহোক আজকে জুমবাংলার পাঠকদের জন্য রয়েছে কানাডার এমন একটি দর্শনীয় স্থানের কথা যার কথা শুনে আপনি বারে বারে মুগদ্ধ হবেন। বলছিলাম কানাডার সর্বপ্রথম জাতীয় উদ্যানের কথা। এটি রকি পর্বতমালার কোলে অবস্থিত। যা ব্যানফ জাতীয় উদ্যান হিসেবে পরিচিত।কানাডার আলবার্টায় অবস্থিত এ উদ্যানটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই উদ্যানটি প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার । মুগদ্ধ হওয়ার বিষয় হল এখানে রয়েছে হ্রদ, পাহাড় ও হিমবাহ।
এছাড়া উদ্যানটির উত্তরে রয়েছে বরফের বিশাল মাঠ। দক্ষিণে রয়েছে কোটেনি জাতীয় পার্ক। পশ্চিমে রয়েছে বন আর ইয়োহো জাতীয় উদ্যান। তবে সবচেয়ে বিখ্যাত হলো জাতীয় উদ্যানের ঠিক মাঝখানে থাকা বো নদীর তীরে অবস্থিত ব্যানফ গ্রাম। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় এই জাতীয় উদ্যানে। চাইলে আপনিও যেতে পারেন সেখানে। ঘুরে আসুন দেশের বাইরে এই সুন্দর একটি উদ্যানে।
No comments:
Post a Comment