Social Icons

Tuesday, November 14, 2017

ভেনিজুয়েলার বিরুদ্ধে অবরোধ আরোপে প্রস্তুত ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক বৈঠকে ভেনিজুয়েলার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক অবরোধ আরোপের অনুমোদন দিয়েছেন। বৈঠকে বলা হয়, গত মাসের আঞ্চলিক নির্বাচনের কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সংকট আরো ঘনীভূত হয়েছে। আর এ কারণেই তারা এই পদক্ষেপে যাচ্ছেন।
 
বৈঠকের পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো ডেসটিস এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মূল লক্ষ্য হলো সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান অচলাবস্থা দূর করে আলোচনার পথকে সুগম করা। কেননা আমরা চাই এসকল সমস্যা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান হোক। স্পেন অনেক আগে থেকেই ভেনিজুয়েলা তথা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রও মাদুরোর বিরুদ্ধে একনায়কত্ব কায়েমের অভিযোগ করে আসছে। কিন্তু ইইউ’র মাঝে এতোদিন এ নিয়ে দ্বিধাবিভক্তি ছিল।  
 
ইইউ’র ২৮ সদস্য দেশ ওইদিন সম্মিলিতভাবে বিবৃতি দেয় যে, ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। সেইসঙ্গে অভিযুক্তদের সম্পত্তি জব্দ এবং তার পরিধিও বাড়ানো হতে পারে। বিবৃতিতে বলা হয়, গত ১৫ অক্টোবরের আঞ্চলিক নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসকল তথ্যের ভিত্তিতেই ইইউ এই সম্মতিতে পৌছেছে। আঞ্চলিক ওই নির্বাচনের প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতাসীন দলেরই পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দেখা গিয়েছিল যে বিরোধীরা খুব সহজেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করবে। বিবিসি।  

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates