ভারতের মুম্বাইয়ে মাটির নিচে ২৫ ফুট সুড়ঙ্গ খুড়ে ব্যাংকে ঢুকে ৪০ লাখ রূপি লুট করেছে ডাকাতরা। গত শনি অথবা রবিবার ব্যাংক অব বরোদার জুনিনগর এলাকার শাখায় ঘটে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, তাদের ধারণা ৫ মাস ধরে এই ডাকাতির ছক তৈরি করা হয়েছে। রবিবার ছুটির পরে সোমবার ব্যাংকে গিয়ে লকার রুমে প্রবেশ করলে তারা ডাকাতির ঘটনা আবিষ্কার করে। কর্মকর্তারা দেখেন ব্যাংকের অনেকগুলো ভল্ট খোলা। জানা গেছে, অভিযুক্ত ডাকাতরা গত মে মাসে ব্যাংকের পাশে একটি দোকান ভাড়া নেয়। তারপর তারা ২৫ ফুট লম্বা সুড়ঙ্গ তৈরি করে ব্যাংক অব বরোদার লকার রুমের সঙ্গে সংযোগ স্থাপন করে। সেখানে থাকা ২২৫টি লকারের মধ্যে ৩০টি লুট করে যেখানে প্রায় ৪০ লাখ রূপি সমমানের জিনিসপত্র ছিল।
সোমবার ঘটনা আবিষ্কার হওয়ার পরে পুলিশকে বিষয়টি অবগত করে ব্যাংক। একজন পুলিশ কর্মকর্তা জানান, আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। যদিও এখনো লুট হওয়া জিনিসের প্রকৃত মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এর মূল্য ৪০ লাখ রূপির কাছাকাছি। এনডিটিভি।
No comments:
Post a Comment