লিগ ওয়ানে যতটা দুর্দান্ত খেলছে পিএসজি ততটাই মারাত্মক আকার ধারণ করেছিল ব্রাজিল সুপারস্টার নেইমারের সঙ্গে তার সতীর্থ-কোচের বিবাদ। এটা এমন পর্যায়ে গিয়েছিল যে, নেইমার পিএসজি ছাড়তে পারলে বাঁচেন! কয়েকদিন আগেও নেইমারকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন কোচ উনাই এমেরি।
তবে এবার দলের সেরা খেলোয়াড়টির ওপর আস্থা রাখলেন তিনি।
আগামীকাল শনিবার রাতে ননতেসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন লিস্টার থেকে বহিস্কৃত হাই প্রোফাইল কোচ ক্লদিও রানিয়েরি। এই ম্যাচের আগে উনাই এমেরি বলেছেন নেইমারের সঙ্গে তার কোন খারাপ ঘটনা ঘটেনি। তিনি বলেন, 'গুজবকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তার সঙ্গে সাক্ষাতে আমি তাই বলেছি। আমরা তাকে নিয়ে বেশ খুশি। এখানে সে হচ্ছে আমাদের তুরুপের তাস। '
জাতীয় দলের ম্যাচ শেষে ফ্রান্সে ফিরেছেন নেইমার।
বিশ্ব রেকর্ড গড়া ২২২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া এই তারকা ১২ ম্যাচ থেকে এখন পর্যন্ত আদায় করেছেন ১১টি গোল। সতীর্থ খেলোয়াড় ও কোচ উনাই এমেরিকে জড়িয়ে এসব নেতিবাচক খবর শুনে সংবাদ সম্মেলনে চোখের পানিও ফেলেছেন নেইমার। বিষয়টি নিয়ে উভয় পক্ষই এখন বিব্রত।
তবে কোচ এমেরি পেশাদারিত্বের সঙ্গেই বললেন, 'ক্লাব পরিবর্তন করা সব খেলোয়াড়ই এরকম পরিস্থিতিতে পড়ে। কারণ ক্লাব পরিবর্তনের পাশাপাশি কোচ, সতীর্থ, এমনকি শহরও পরিবর্তিত হয়ে যায়। এর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সময়ের প্রয়োজন। আমি তাকে (নেইমার) এসবই বলেছি। '
No comments:
Post a Comment