Social Icons

Tuesday, January 30, 2018

ব্যবসা বান্ধব বাজারের দিকে ঝুঁকছে বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পরেই মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার বাহরাইন। দেশটিতে প্রায় আড়াই লক্ষ্যেরও অধিক বাংলাদেশি রয়েছে। যাদের বেশিরভাগ শ্রম ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছে। বিশ্বের অধিকাংশ দেশে বাংলাদেশিরা শ্রমিক হিসেবে পরিচিত পেয়ে আসলেও সে জায়গা থেকে বেরিয়ে আসছে বলে মনে করেন সেখানকার ব্যবসায়ীরা।
বাহরাইনের রাজধানী মানামাতে এক দশকের বেশি সময় বাস করছে বাংলাদেশি ব্যবসায়ী মো. মোজিবুর রহমান।তিনি জানান, একটা সময় ছিল যখন শ্রম ভিসা নিয়ে বাহরাইনে বাংলাদেশিরা প্রবেশ করলে নির্মান, গৃহকর্মী, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ফোরমান ছাড়া অন্য কিছুই চিন্তা করতে পারতো না।কিন্তু সেই চিন্তা থেকে বর্তমানে বাংলাদেশিরা বেরিয়ে আসছে।
এখন বাংলাদেশিরা যারা যাচ্ছে এবং দীর্ঘদিন আসে তাদের অধিকাংশ ব্যবসা সাথে জড়িত হচ্ছে।রাজধানী মানামা এবং আশপাশের বিভিন্ন শহরে বাংলাদেশিরা রেস্টুরেন্ট ও পাইকারি ও ফার্মের ব্যবসার সাথে জড়িত হচ্ছে। এর বাইরে বাহরাইনের বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দু-একজন বাংলাদেশি দেখা মেলে।পাশাপাশি বাহরাইনের নাগরিকদের সাথে স্পন্সরশীপ নিয়ে হোটেল এবং ট্যুরিস্ট ব্যবসার সাথে জড়িত হচ্ছেন।
ফার্মিং ব্যবসায়ও বাংলাদেশিরা বেশ সুনাম কুড়াচ্ছে বলে জানান ব্যবসায়ী মোজিবুর। তবে উপযুক্ত ট্রেনিং এবং কারিগরী দক্ষতা থাকলে বাইরাইনে শ্রম ভিসার বাইরে নানা ধরণের কাজ রয়েছে।এসব সেক্টরে বাংলাদেশি শ্রমিকরা যদি প্রোপার ট্রেনিং নিয়ে বাহরাইনে প্রবেশ করে তাহলে রেমিটেন্স ও বাজার দখলে ভারতীয় ও নেপালীদেরকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates