সৌদি আরবে ১২ ধরণের প্রবাসীরা আর কাজ করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন সৌদি শ্রম মন্ত্রণালয় । সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ রকমের দোকানে কেবলমাত্র সৌদি নাগরিকরাই কাজ করবে । এছাড়া মন্ত্রণালয় নারী-পুরুষ বিক্রেতাদের জন্য এ ধরণের দোকানগুলো নির্দিষ্ট করে দিয়েছে । এই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরবি নতুন বছরে পুরোপুরি কার্যকর করা হবে বলে জানা গেছে ।
১.নারী-পুরুষ, শিশুদের রেডিমেট সব কাপড়ের দোকান ২. আওয়ানি মঞ্জিলিয়া বা ক্রোকারিজ সামগ্রীর দোকান ৩. গাড়ির শোরুম বা বিক্রয়কেন্দ্র ৪. গাড়ির পার্টসের দোকান ৫.বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ চালিত সামগ্রীর দোকান । ৬. হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির দোকান । ৭. চকোলেট বা মিষ্টান্ন জাতীয় দোকান ৮.বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী ৯. চশমার দোকান ১০. ঘড়ির দোকান ১১. কার্পেট, পাপোষ জাতীয় দোকান ১২. ফার্নিচার বা ডেকোরেশনের দোকান এই পেশাগুলোতে হাজার হাজার প্রবাসী যুক্ত । ব্যবসা এবং প্রবাসী চাকরির বাজার ক্রমে ধ্বসে যাওয়া ধারাবাহিকতায় এই ঘোষণা প্রবাসীদের শ্রমবাজারকে আরো বৃহদাকারে সঙ্কুচিত করলো ।
No comments:
Post a Comment