Thursday, January 25, 2018
ভারতে ভুয়া স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলে উঠলেই জেল জরিমানা । সতর্কতা বাংলাদেশীদের
ভারত ভ্রমণ এখন অনেক সহজ হয়েছে বাংলাদেশিদের জন্য। দেশের মধ্যে কোথায়ও ঘুরতে গেলে যে খরচ ,তার চেয়েও অনেক কম খরচ ভারত ভ্রমনে । তাই বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাচ্ছেন ভারত ভ্রমনে। সম্প্রতি মালয়েশিয়া ,সিঙ্গাপুর , ইন্দোনেশিয়া ভ্রমণে অনেক ভুগান্তিতে পরতে হয়েছে বাংলাদেশিদের । তার মুল কারনে ছিল আদম পাচার , নারী কেলেঙ্কারি মতন ঘটনা ।
গত ২৩ জানুয়ারি কলকাতার পার্ক স্টেট একটি হোটেল থেকে ২ জন নারী পুরুষ কে অনৈতিক কাজের জন্য কলকাতা পুলিশ গ্রেফতার করেন ।
তাদের বয়ান অনুযায়ী - স্বামী ও স্ত্রী পরিচয়ে তারা ঐ হোটেলে রোম নেয় । মূলত তারা স্বামী , স্ত্রী নন। দেশের বাহিরে ভ্রমণের নামে তারা পরক্রিয়া প্রেম করছে। ২ জনই বিবাহিত , তাদের পাসপোর্ট এ স্বামী বা স্ত্রীর নামও ভিন্ন ।
কলকাতা হোটেল মালিক সমিতির এক কর্মকর্তা বলেন - এখানে বাংলাদেশ থেকে যারা স্বামী , স্ত্রী পরিচয়ে বেড়াতে আসেন তাদের মধ্যে ৮৫% ভুয়া পরিচয় । আমরা এখন নজর দারিতে রেখেছি সন্দেহ হলেই পুলিশে জানাবো ।
দেশের মধ্যে ঐ সকল নারী ও পুরুষেরা অনৈতিক কাজে সুযোগ না পেয়ে এখন পথ ধরেছে ভারতের।
এই রকম চলতে থাকলে এক সময় ভারতে বেড়াতে যাওয়া পরিবার নিয়ে অসম্ভব হয়ে যাবে।
তবে এই মাত্রা কমাতে প্রতিটা হোটেল এর প্রতিদিনের হিস্টোরি যাচাই করবে ভারত পুলিশ ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment