ফিলিস্তিনের সাবেক জনপ্রিয়তা নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করতে ইসরাইল যাত্রীবাহী বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিল। মার্কিন সাংবাদিক রোনেন বার্গম্যান তার লেখা প্রকাশিতব্য এক বইয়ে এই দাবি করেছেন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েন শ্যারন এই নির্দেশ দিয়েছিলেন। তবে নির্দেশ দেওয়ার সময় তিনি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
বইয়ে বার্গম্যান জানান, ১৯৮২ সালের নভেম্বর থেকে ১৯৮৩ সালের জানুয়ারি পর্যন্ত শ্যারন ৫ বার আরাফাতকে বহনকারী বেসামরিক বিমানটি ভূমধ্যসাগরে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন। বইটির নাম দেওয়া হয়েছে, ‘রাইজ অ্যান্ড কিল ফার্স্ট : দ্য সিক্রেট হিস্টোরি অব ইসরাইল’স টার্গেটেড অ্যাসেসিনেশনস’।
-ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান
No comments:
Post a Comment