Social Icons

Thursday, January 25, 2018

স্মার্টকার্ড কবে পাবেন, জানতে পারবেন এসএমএস করে

নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এখন থেকে জালিয়াতির অবসান ঘটবে, কারণ এতে থাকছে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেশিন রিডেবল নতুন এই স্মার্টকার্ডে একটি ক্ষুদ্র চিপসে একজন নাগরিকের ৩২টি মৌলিক তথ্য আছে। বর্তমানে পাসপোর্ট, ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, শেয়ার ব্যবসাসহ ২৫টি সেবা গ্রহণের সুবিধা থাকছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে। কম্পিউটার, ল্যাপটপে এ-সংক্রান্ত একটি সফটওয়্যার ইনস্টল করে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে যেকোনো কার্ডধারী স্মার্টকার্ডের প্রাথমিক তথ্য যাচাই করতে পারবেন। খুব শিগগির এ প্রক্রিয়া চালু হতে যাচ্ছে।
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর গত ৩ অক্টোবর থেকে দেওয়া হচ্ছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড। তবে যাঁরা এখনো স্মার্টকার্ড পাননি, তাঁরা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারেন, কবে পাবেন সেটি। এসএমএসের মাধ্যমে স্মার্টকার্ড পেতে আপনাকে যা করতে হবে :
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে sc স্পেস nid স্পেস ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাঁদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাঁরা প্রথমে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর তা যেকোনো মোবাইল অপারেটর থেকে ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ডের তথ্য।
তবে যাঁরা এখনো এনআইডি পাননি, তাঁরা প্রথমে sc লিখে স্পেস দেবেন। এরপর f লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে d লিখে yyyy-mm-dd ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে।
এ ছাড়া মোবাইলের মাধ্যমে ১০৫ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্মার্টকার্ড সম্পর্কে জানতে পারবেন।
ওয়েবসাইট ব্যবহার করেও আপনার স্মার্টকার্ড কবে, কোথায় দেওয়া হবে, তা জানতে পারবেন। এ জন্য যা যা করতে হবে :
১. এই লিংকে প্রবেশ করুন- https://services.nidw.gov.bd/card_distribution
২. আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা লিখুন।
৩. ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর যে উইন্ডো আসবে সেখানেই থাকবে কবে, কোন ক্যাম্পে আপনার স্মার্টকার্ডটি কবে দেওয়া হবে।
৫. যদি লেখা ওঠে ‘No data found for: Your card distribution date is not scheduled yet, please try later,’ তাহলে বুঝতে হবে আপনার এলাকায় কবে স্মার্টকার্ড দেওয়া হবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। আর কিছুদিন পর আবার ট্রাই করবেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates