যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
ভূমিকম্পের পর ওই রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটির তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আলাস্কার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোডিয়াকে। এটির গভীরতা ছিল ২৫ কিলোমিটার।
আলাস্কার উপকূলীয় অ্যানকোরেজ এলাকার কর্মকর্তারা সুনামির কারণে ‘জীবন ও সম্পদের বহু ক্ষতির হুমকি রয়েছে’ বলে সতর্ক করেছেন।
ওই সতর্ক বার্তায় মানুষজনদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। আলাস্কার উপসাগরীয় এলাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আলাস্কার পাবলিক রেডিও প্রচারিত সতর্কতা বার্তায় হোমার, সিউয়ার্ড, কোডাক, সিটকা, আনালাস্কা এলাকায় বাসিন্দাদের জন্য এই নির্দেশ জারির কথা বলা হয়।
কোডাক পুলিশ জানিয়েছে, সমুদ্র বন্দর এলাকায় পানি কমে যাচ্ছে। তারা জানাচ্ছেন, তবে এখনও সুনামি সতর্কতা বহাল আছে। তাই উঁচু স্থানে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
পুলিশ বলছে, তারা ছয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের দুটি রিপোর্ট পেয়েছেন।
If you can't follow the right path of God then get the ultimate result of refuse.
ReplyDelete